advertisement
আপনি পড়ছেন

তরুণ একটা দল নিয়ে প্রথমবারের মতো ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। পুরো জার্মানিতেই এখন উৎসবের আমেজ। উৎসব বেড়ে যাওয়ার আর একটা সুখবর পেয়ে গেল জার্মানরা। কয়েক মাস পর আবারও ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে বসতে যাচ্ছে জার্মানি।

champion germany

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে জার্মান তিন নম্বরে। শীর্ষে ব্রাজিল, দুইয়ে আর্জেন্টিনা। তবে জার্মানির শীর্ষে উঠে বসাটা সময়ের ব্যাপার মাত্র। আগামী ৬ জুলাই পরবর্তী র‌্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা। হিসেব-নিকাশে দেখা যাচ্ছে তখন ব্রাজিলকে হঁটিয়ে শীর্ষে উঠে বসবে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

ফিফা কনফেডারেশন্স কাপে পাঁচ ম্যাচ খেলে একটিতেও হারেনি জার্মানি। চারটিই জিতেছে, অপরটি ড্র। আর এই সময়ে ব্রাজিল-আর্জেন্টিনা কোন ম্যাচ খেলেনি। এটাই শীর্ষে তুলে দিচ্ছে জার্মানদের।

এদিকে, ফিফার এবারের প্রকাশিত র‌্যাঙ্কিং বাংলাদেশের জন্যও হালকা সুসংবাদ হয়ে আসছে। একধাপ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে তারপরও ১৯২ নম্বরে লাল সবুজের দল! আর এই উন্নতি অবশ্য নিজেদের সফল্যে নয়, অন্যের ব্যর্থতায়।