নেইমারের দলবদলের নাটক কোথায় গিয়ে থামে কে জানে! একদিন আগে স্প্যানিশ গণমাধ্যম দাবি করল, মেসি-সুয়ারেজ-পিকেরা নাকি বুঝিয়ে শুনিয়ে নেইমারকে বার্সেলোনায় থাকাতে সম্মত করেছেন। ঘটনা সত্য হলে নেইমারকে পাওয়ার চেষ্টা সফল হচ্ছে না পিএসজির। কিন্তু এতে স্বস্তির নিশ্বাস ফেলা হচ্ছে কই বার্সা সমর্থকদের! রিয়াল মাদ্রিদের নাছোড়বান্দা নজড় যে এখনো উঠেনি নেইমারের উপর থেকে!
মাদ্রিদের ক্লাবটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো আর একবার বুঝিয়ে দিলেন সেটা। নেইমারের দলবদলের গুঞ্জন যখন উঠেছেই, তাহলে রিয়াল মাদ্রিদে কেন নয়? রিয়াল মাদ্রিদে চলে আসুক নেইমার, এমনটা প্রত্যাশা নেইমারের জাতীয় দলের সতীর্থের।
গ্লোবো এস্পোর্তেকে কাসেমিরো বলেছেন, ‘নেইমারের ভবিষ্যৎ কী হবে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। ও ভালো করেই জানে যে, ওর কোথায় যাওয়া উচিত। যদি সে দল বদলাতে চায়, তাহলে রিয়াল মাদ্রিদে নয় কেন? ওকে এখানে সদরে গ্রহণ করা হবে।’
নেইমারের দলবদলের ব্যাপারে কতটা জানেন, এই প্রশ্নে কাসেমিরোর জবাব, ‘ওর সঙ্গে সম্প্রতি কথা হয়নি আমার। তবে আমি ওকে শুভকামনা জানিয়ে রাখছি। নেইমার অসাধারণ এক খেলোয়ার, আমি ওর ভক্ত। যদি বার্সেলোনা ছাড়ে তাহলে শুভকামনা জানাব। আর যদি থেকে যায় তবুও শুভ কামনা জানাব।’