একজনের পায়ে যখন বল থাকে মনে হয় ‘ফুটবলের জাদুকর’! ডি-বক্সের সামনে অন্যজনের পায়ে বল থাকলে মনে হয় ‘দানব একটা’! লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা বলা হচ্ছে। সাধারণদের কাতার থেকে অনেকটা উপরে এই দুজন। দুজনের মধ্য থেকে কে সেরা? এই প্রশ্নে ফুটবল স্টেডিয়াম থেকে ঘরোয়া চায়ের আড্ডা পর্যন্ত বিতর্ক।
কেউ বলেন লিওনেল মেসি সেরা, কেউ বলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুজনের শ্রেষ্টত্ব বিশ্লষণে সাংবাদিকরা কতো কোটি দিস্তা পাতা খরচ করেছে তার ইয়ত্তা নেই। তবে বিশ্লেষণের চেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের মতামতই হয়তো বেশি গ্রহণযোগ্য! মেসি-রোনালদো কতোটা সামর্থ্যবান তার সবচেয়ে বড় প্রমাণটা তো পান ডিফেন্ডাররাই! মাঠে তাদেরই যে মোকাবিলা করতে হয়।
এই ডিফেন্ডারদের মধ্যে বিশ্বসেরা একজন থিয়েগো সিলভা বললেন, মাঠে রোনালদো নয় লিওনেল মেসিই বেশি কঠিন। ব্রাজিলের সাবেক অধিনায়ক মেসি, রোনালদো দুজনের বিপক্ষেই খেলেছেন। অর্থাৎ মেসি, রোনালদো দুজনকেই সামলাতে হয়েছে তাকে। সেই অভিজ্ঞতা বিচার করেই সিলভা বললেন রোনালদোর চেয়ে মেসিকে আটকানো বেশি কঠিন।
কদিন পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মুখোমুখি হবে পিএসজি-রিয়াল মাদ্রিদ। অর্থাৎ রোনালদোকে সামলানোর দায়িত্ব পালন করতে হবে সিলভাকে। সে বিষয়ে কথা উঠলে ব্রাজিল তারকা টেনে এনেছেন মেসির প্রসঙ্গ। সিলভা বলেন, ‘রোনালদোকে নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই আমাদের। আসলে মেসির চেয়ে রোনালদোকে আটকানো সহজ। মেসি যখন বল নিয়ে দৌড়ান তাকে এক বা দুইজনের পক্ষে থামানো খুবই কঠিন।’
তবে মেসিকে এগিয়ে রাখলেও রোনালদো নামটার মহত্ব বোঝাতে একটুও ভুল করলেন না সিলভা। তিনি বলেন, ‘এ বছরটা হয়তো একটু খারাপ যাচ্ছে রোনালদোর। তবে সে অবশ্যই শেষ হয়ে যায়নি। সে এখনো পরবর্তী ব্যালন ডি’অর জিততে পারে।’
একজন ব্রাজিলিয়ানের কাছে মেসি-রোনালদোর কথা উঠলে নেইমার প্রসঙ্গ আসবে না তা কি হয়! নেইমারকে নিয়েও বলতে হয়েছে সিলভাকে। নেইমার বিষয়ে সিলভার বলেন, ‘মেসি-রোনালদো দুজনই দুর্দান্ত খেলোয়াড়। নেইমারও তাদের সমকক্ষ। মাঠে বল নিয়ে তার কারিকুরিই বলে দেয় সে বড় মাপের ফুটবলার।’