বার্সেলোনার মতো গোছালো একটা জায়গা থেকে নেইমার যখন বেরিয়ে গেলেন অনেকেই সংশয় প্রকাশ করছিলেন, নতুন জায়গায় মানিয়ে নিতে পারবেন তো? সেই সংশয় প্রকাশকারীদের মুখ কবেই বন্ধ করে দিয়েছেন ব্রাজিল সুপারস্টার। ভালোবাসার নগরীতে গিয়ে বল পায়ে রীতিমতো সৌরভ ছড়াচ্ছেন। পিএসজির হয়ে লিগে ১৭ ম্যাচে গোল করেছেন ১৮টি। সব মিলিয়ে ২৬ ম্যাচে ২৭ গোল।
অনেকে বলছেন ব্যালন ডি’অর জয়ের যে লক্ষ্য নিয়ে বার্সেলোনা ছেড়েছিলেন সেটা আগামী বছরই পূরণ হতে পারে। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোই একদিন আগে বললেন, বিশ্বসেরা ফুটবলার অর্থাৎ ব্যালন ডি’অর জয়ের খুব কাছাকাছি আছে নেইমার। আগামী বছরই জিতে নিতে পারেন তিনি। আর আগামী বছর না জিতলে কয়েক বছরের মধ্যে অবশ্যই ব্যালন ডি’অর জিতবেন নেইমার বিশ্বাস রোনালদোর।
ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকার দ্বিতীয় কথাটার সাথে একমত জাভিও। বার্সেলোনায় অনেকদিন এক সঙ্গে খেলেছেন জাভি-নেইমার। নেইমারের সামর্থ বেশ ভালোই জানা আছে স্প্যানিশ তারকার। তার উপর ভিত্তি করেই জাভি বলেন, ‘নেইমারের প্রতি আমার শ্রদ্ধা অপরিসীম। ও অবিশ্বাস্য ফুটবলার। মেসি আর রোনালদোর রাজত্ব যখন শেষ হবে, নেইমারই ব্যালন ডি’অর জিতবে। আমি এতে নিশ্চিত।’
স্প্যানিশ তারকা যোগ করেছেন, ‘শুধু খেলোয়াড় হিসেবে নয়, মানুষ নেইমারের প্রতিও আমার অনেক শ্রদ্ধা। ও সহজাত এক নেতা। মাঠে, ড্রেসিংরুমেও। ও এমন একজন, যে সব সময় বল চায় এবং কিছু করে দেখাতে চায়।’