advertisement
আপনি পড়ছেন

উড়তে থাকা বার্সেলোনার হঠাৎ কী হলো কে জানে! লিগে এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলা বার্সা পাঁচটিতে জয় পায়নি। পাঁচটিই ড্র। এই পাঁচ ড্রয়ের দুটিই এলো গত কয়েক দিনের ব্যবধানে। চলতি মাসের ২ তারিখে নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মাঠের খেলায় জিততে পারেনি বার্সা। কাল ঘরের মাঠেও জিততে পারলেন না লিওনেল মেসি, সুইস সুয়ারেজ, ফিলিপে কুতিনহোরা।

messi barcelona getafe

গেটাফের মতো দলের বিপক্ষে কাল গোলশূন্য ড্র করেছে কাতালান ক্লাবটি। এ নিয়ে লিগের টানা দুই ম্যাচে ড্র করল বার্সেলোনা। তারপরও অবশ্য পয়েন্ট টেবিলে অনেকটা ব্যবধানে এগিয়ে শীর্ষে ক্লাবটি। ২৩ ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৫৯। দুই নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২৩ ম্যাচে ৫২।

ঘরের মাঠে কাল পূর্ণ শক্তির দলই নামিয়ে দিয়েছিলেন বার্সেলোনা কোচ ভালভার্দে। বার্সেলোনা খেলেছেও দারুণ। ৭৯ শতাংশ বলের দখল ধরে রেখেছিলেন মেসি-সুয়ারেজরা। কিন্তু তারপরও বারবার রক্ষণাত্মক গেটাফের বিপক্ষে গোল তুলে নিতে ব্যর্থ হয়েছে তারা।

গেটাফের রক্ষণ আলগা করে গোলবারে মোট ৯টি শট নিয়েছে বার্সেলোনা খেলোয়াড়রা। তবে জালে জড়ায়নি একটিও। অন্য দিকে মাত্র ২১ শতাংশ বলের দখল থাকলেও বার্সেলোনাকে অনেকবারই কাঁপিয়ে দিল গেটাফে। যখনই বল পেয়েছে ভোঁ দৌড়ে বার্সার রক্ষণ কাঁপিয়েছে দলটি। ম্যাচে বার্সার গোলবারে ৭টি শট নিয়েছে গেটাফে। তবে তাদের এই প্রচেষ্টাও কাজে আসেনি। যাতে শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ের হতাশ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে।