বিশ্বজয়ী ব্রাজিলের সাবেক কোচ লুইস ফিলিপ স্কলারি প্রথম সুরটা উঠিয়েছিলেন। চীনা ফুটবলে চেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার স্প্যানিশ গণমাধ্যম ‘গোল’-ও ইঙ্গিত দিল সেদিকে। রোনালদোকে নাকি চীনা ক্লাবের কাছে বিক্রির চেষ্টা চালাচ্ছে রিয়াল মাদ্রিদ।
অদূর ভবিষ্যতের কথা বলা হচ্ছে না। প্রান্ত সীমায় দাঁড়ানো মৌসুম শেষেই নাকি বর্ষসেরা ফুটবলারকে ছেড়ে দিচ্ছে মাদ্রিদ জায়ান্টরা। রিয়াল চাইনিজ সুপার লিগে রোনালদোকে পাঠিয়ে মোটা অংকের তহবিল গঠন করার পরিকল্পনা নিয়েছে বলে দাবি করল স্প্যানিশ গণমাধ্যমটি। ২২০ মিলিয়ন ইউরো পেলেই পর্তুগাল অধিনায়ককে ছেড়ে দেবে রিয়াল মাদ্রিদ।
প্রাণভোমরাকে বিক্রি করে মোহাম্মদ সালাহকে দলে টানার কথা ভাবছে ইউরোপ সেরা ক্লাবটি। তবে লিভারপুলের মিশরীয় স্ট্রাইকারকে কিনতে গেলেও চড়া দাম দিতে হবে লস ব্ল্যাঙ্কোসদের। গড়তে হবে বিশ্ব রেকর্ড। লিভারপুলের একটি সূত্র এমনটি জানিয়েছে।
আসলে নেইমারের বিকল্প হিসেবে সালাহর কথা ভাবছে রিয়াল মাদ্রিদ। কারণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার নাকি গড়িমসি করছেন। আর নেইমারকে কেনার জন্য ইউরোপের নামিদামি আরো কয়েকটা ক্লাব ওঁৎ পেতে আছে। এদের মধ্যে ম্যানচেস্টার সিটির নামটাই বেশি শোনা যাচ্ছে। কিন্তু আদৌ কী প্যারিস ছাড়বেন নেইমার? পিএসজি অবশ্য অনেকদিন ধরেই তাকে বুঝিয়ে চলছে।
আবার ওদিকে সালাহকে ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে লিভারপুল। এই মৌসুমে মিশরীয় সেনসেশন যেভাবে আগুন ঝরিয়েছেন তাতে করে বেড়ে যাচ্ছে তার পারিশ্রমিক। নতুন মৌসুমে সালাহর বেতন বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্লাবটি।
ফিলিপ্পে কুতিনহো বার্সেলোনায় চলে যাওয়ার পর লিভারপুলের পুরো হালটা ধরেছেন সালাহ। অ্যানফিল্ডে অভিষেক মৌসুমে ৩৬ গোল করেছেন আফ্রিকান বর্ষসেরা ফুটবলার। তাকে কেন্দ্র করেই লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ কষছেন আগামী মৌসুমের ছক। শেষ পর্যন্ত সালাহর ভাগ্যে কি আছে সেটার জন্য তাকিয়ে থাকতে হচ্ছে ভবিষ্যতের দিকে।