খেলোধুলা মূলত চিত্ত বিনোদনের মাধ্যম। কিন্তু মাঝে মধ্যেই এই চিত্ত বিনোদনের জায়গা থেকে হৃদয়বিদারক সংবাদ ভেসে আসে। ক্রোয়েশিয়ার তৃতীয় বিভাগ ফুটবলে ঘটল এমনই এক হৃদয়বিদারক ঘটনা। বুকে বলের আঘাত পেয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ব্রুনো বোবান নামের একজন ফুটবলার।
বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়েছিলেন বোবান। বিপরীতি দিক থেকে ছুটে এসে বল ক্লিয়ার করেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। কিন্তু বল গিয়ে সরাসরি আঘাত করে বোবানের বুকে। কয়েক পা এগিয়ে গিয়ে বুকে হাত চেপে বসে পড়েন তিনি। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন বোবান।
মাঠের ফুটবলারদের শংকেতে দ্রুত অ্যাম্বুলেন্স প্রবেশ করে মাঠে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি বোবানকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু লাভ হয়নি। সব চেষ্টাকেই ব্যর্থ করে উপরে চলে গেছেন ২৫ বছর বয়সী ব্রুনো বোবান। জানা যায়, হাসপাতালে নেওয়ার অনেক আগেই মৃত্যু হয় তার।