advertisement
আপনি দেখছেন

বড় কোনো মঞ্চে ওঠার আগেই তারকা খ্যাতি পেয়ে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। রাশিয়া বিশ্বকাপের তো সবচেয়ে বড় বিস্ময়রূপে হাজির হয়েছিলেন ফরাসি এই ফরওয়ার্ড। তার প্রতি ভীষণ মুগ্ধ হোসে মরিনহো। এতটাই যে, পর্তুগিজ কোচ মেসি, রোনালদোর চেয়েও বেশি দামি বলে ফেললেন এমবাপ্পেকে!

mbappe celebrates a goal for psg

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে যা পারেননি সেটাই করে দেখিয়েছেন এমবাপ্পে; গত বছর দেশকে এনে দিয়েছেন স্বপ্নের বিশ্বকাপ। সোনালি ট্রফি ও ফ্রেঞ্চ লিগে ট্রেবল জয়ের পুরস্কার হিসেবে ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় ছিলেন এমবাপ্পে। যদিও চতুর্থ সেরা হয়েছিলেন তিনি।

এই এমবাপ্পের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন মরিনহো। সোমবার পর্তুগিজ কোচ বেলএন স্পোর্টসকে বলেছেন, ‘এমবাপ্পের মতো খেলোয়াড় ভবিষ্যত সম্পর্কে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন ও পাঁচ-দশ বছর এমনিতেই খেলে যাবে। এখন ওর ওপর চোখ রাখুন। দেখুন ও সত্যিই অবিশ্বাস্য।’

এমবাপ্পের বর্তমান মূল্য ১৮০ মিলিয়ন ডলার। এই বয়সে মেসি, রোনালদোদের মূল্য এর ধারেকাছেও ছিল না। পর্তুগিজ কোচ মনে করেন এই দুজনের চেয়েও দামি ফুটবলার পিএসজি তারকা। মৌ বলেছেন, ‘মেসি-রোনালদোর দুজনের বয়স ৩০ ছাড়িয়েছে। নেইমারের ২৭...। আপনি বাজার মূল্য দেখেন, এমবাপ্পেই এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। কারণ ওর সামনে পুরো ভবিষ্যতটাই পড়ে রয়েছে।’