advertisement
আপনি দেখছেন

বিশ্বকাপের পর স্বেচ্ছায় অবসরে গিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কিন্তু দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফেরাটা মোটেও সুখকর হয়নি। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে উড়ে গেছে আর্জেন্টিনা। সেই ম্যাচের পর ইনজুরির কারণে ফের দল থেকে ছিটকে যান তিনি। ফলে তার এই প্রত্যাবর্তন নিয়ে চারদিকে চলছে নানা সমালোচনা। এ ব্যাপারে অবশেষে মুখ খুললেন তিনি।

messi with family new

আর্জেন্টিনার জনপ্রিয় রেডিও এফএম ৯৪৭কে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির জনপ্রিয় এই ফুটবলার বলেন, 'জাতীয় দলে ফেরার বিষয়ে অনেকেই সমালোচনা করছে। ছয় বছর বয়সী ছেলেটাও অবগত আছে। সে জিজ্ঞেস করেছে, 'বাবা, আর্জেন্টিনায় তোমাকে ওরা কেন খুন করতে চায়?' আমি তাকে বলেছি, এটা সবার কথা নয়। এটা মুষ্টিমেয় লোকের মন্তব্য। দেশের সকলেই আমাকে ভালোবাসে। আর আমি বরাবরই আর্জেন্টিনার হয়ে খেলতে চাই।'

রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতার দায় নিয়ে আকাশি নীল-সাদা জার্সি থেকে নিজেকে গুটিয়ে রাখেন মেসি। এরপর প্রায় আট মাস পর আর্জেন্টিনা দলে ফেরেন তিনি। ফেরার ব্যাপারে মেসি বলেন, 'বিশ্বকাপের পর আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কারো সঙ্গেই কথা বলা হয়নি। শুধু লিওনেল স্কালোনি কল করে কিছুদিন সময় নিতে বলেছিলেন। আমাকে ঘিরে তার বিশেষ পরিকল্পনার কথাও জানান।'

মেসির দীর্ঘ সময়ের সতীর্থ গঞ্জালো হিগুয়েন সম্প্রতি অবসর নিয়েছেন। এ ব্যাপারে মেসি বলেন, 'আর্জেন্টিনা ফুটবলে একটা পালাবদল চলছে। তরুণ ফুটবলাররা উঠে আসছে। এটা আমাদের ফুটবলের জন্য অত্যন্ত ইতিবাচক। তরুণদের এখন থেকেই সুযোগ দেয়া প্রয়োজন।'