advertisement
আপনি দেখছেন

প্রায় দুই বছরের বার্সেলোনা অধ্যায়ে একাদশে কখনোই নিয়মিত হতে পারেননি। তবে সুযোগ পেলে ঠিকই জ্বলে ওঠেন ফরাসি ফরওয়ার্ড। এই মৌসুমে তো বার্সাকে বেশ কয়েকটি ম্যাচও জিতিয়েছেন ২১ বছর বয়সী এই তরুণ। তবু তাকে ঘিরে জল্পনা যেন শেষই হয় না!

dembele suraez and messi barcelona

এমনিতেই একাদশে অনিয়মিত। তারওপর দুর্দান্ত ছন্দে প্রায়ই বাধা হয়ে দাঁড়ায় ইনজুরি। এর মধ্যেই নতুন করে চোটও পেয়েছেন ডেম্বেলে। ইনজুরি কাটিয়ে কাটিয়ে বৃহস্পতিবার বার্সেলোনার অনুশীলনে ফিরে এসেছেন ফরাসি ফরওয়ার্ড। কাতালান জায়ান্টরা আশাবাদী সামনের মহাগুরুত্বপূর্ণ দুটি ম্যাচে ডেম্বেলেকে পাবে তারা।

বার্সার প্রথম পরীক্ষা আগামী রোববার। স্প্যানিশ লা লিগার ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। কদিন বাদে আরেকটি মহারণে মুখোমুখি হচ্ছে বার্সা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেডকে মোকাবেলা করবে এরনেস্তো ভালভার্দের দল।

বার্সাকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট এনে দিতে গিয়েই ইনজুরিতে পড়েছিলেন ডেম্বেলে। শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে অলিম্পিক লিওঁকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা। ওই ম্যাচ খেলার পরই চোট শঙ্কায় পড়েন ডেম্বেলে। শেষ পর্যন্ত মাঠের বাইরেই ছিটকে যান ফরাসি তারকা।

আশঙ্কা করা হচ্ছিল ১০ এপ্রিল শেষ আটের প্রথম লেগ মিস করবেন ডেম্বেলে। ছয়দিন পর দ্বিতীয় লেগেও তার খেলা নিয়ে ছিল সংশয়। শঙ্কার কালো মেঘ উড়িয়ে দিয়ে এর আগেই মাঠে ফিরে এলেন ডেম্বেলে। তাকে নিয়েই অ্যাটলেটিকোর মাঠে যাবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।