advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 14 মিনিট আগে

স্প্যানিশ লা লিগার মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। শিরোপা প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে অগ্নিপরীক্ষা। সেই কঠিন পরীক্ষায় বার্সেলোনায উৎড়ে গেছে অনেক কাঠখড় পোড়ানোর পর। শনিবার ঘরের ন্যু ক্যাম্পে ম্যাচটা ২-০ গোলে জিতেছিল কাতালান ক্লাবটি।

rahul dravid at camp nou

স্কোরলাইন অবশ্য ম্যাচের সত্যিকারের চিত্রটা পরিষ্কার করছে না। পরিচিত দর্শকদের সামনে এদিন ভালোই ঘাম ঝরাতে হয়েছে এরনেস্তো ভালভার্দের শিষ্যদের। ম্যাচের বয়স আধঘণ্টা হওয়ার আগেই দশ জনের দলে নেমে আসে অ্যাটলেটিকো মাদ্রিদ। একজন কম প্রতিপক্ষের বিরুদ্ধে গোলের জন্য বার্সাকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের অন্তিম প্রহর পর্যন্ত।

লা লিগার বিগ ম্যাচটা গ্যালারিতে বসেই দেখেছেন ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। ম্যাচ শেষে এই কিংবদন্তি জানালেন নিজের অনুভূতির কথা। তাতে বোঝা গেল মেসি-ভক্ত ভারতের যুব দলের কোচ। প্রিয় দলের জয় দেখার পর একটা জার্সিও উপহার পেয়েছেন দ্রাবিড়।

শনিবার ম্যাচ শেষে ভারতীয় কোচের হাতে বার্সেলোনার জার্সি তুলে দিয়েছেন ক্লাবের সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ। তাতে রীতিমতো উচ্ছ্বসিত দ্রাবিড়। স্টেডিয়ামে বসে মেসিকে খেলতে দেখাটা অনেক সৌভাগ্যের বলে মত দিলেন তিনি।

বার্সেলোনার ইউটিউব চ্যানেলে দ্রাবিড় বলেছেন, 'এটা অবিশ্বাস্য। অনেক বড় সম্মানের। আমি সবসময়ই ন্যু ক্যাম্পে এসে ফুটবল ম্যাচ দেখতে চেয়েছিলাম। মেসি-সুয়ারেজের খেলা সরাসরি দেখছি এটা আমার এবং আমার পরিবারের জন্য চমৎকার একটা অভিজ্ঞতা।'

দ্রাবিড় আলাদাভাবে মেসির প্রশংসা করে বলেছেন, 'মেসি সত্যিকারের একজন প্রতিভা। (মাঠে) মেসি কী করছে এটা সরাসরি দেখতে পারাটা অবিশ্বাস্য। আমি তার চেয়ে ভাল ফুটবলার কখনো দেখিনি। বল পায়ে সে অসাধারণ।'

দ্রাবিড় ন্যু ক্যাম্পের ফুটবল ম্যাচটির সঙ্গে তুলনা করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। তিনি বলেছেন, 'ক্রিকেট একটা ভিন্নধর্মী খেলা। আইপিএলে আমরা অনেক লোকের সমাগম দেখতে পাই। টেস্ট ম্যাচেও অনেক দর্শক হয়। ভারতে ক্রিকেট এক নম্বর খেলা। কিন্ত ফুটবলও খুব দ্রুত এ জায়গায় পৌঁছে যাবে।'

sheikh mujib 2020