advertisement
আপনি দেখছেন

রাশিয়া বিশ্বকাপের উদীয়মান সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। এর আগেই ফুটবল দুনিয়ায় নিজের নামটা প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন ফরাসি ফরওয়ার্ড। তার মতো একজন খেলোয়াড়কে দলে টানার স্বপ্ন দেখছে ইউরোপের নামি-দামী ক্লাবগুলো। কিন্তু এমবাপ্পে কী চান? উত্তরটা দিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ জিনেদিন জিদান।

mbappe wants to play for real madrid zidane

‘জিজু’র দাবি রিয়াল মাদ্রিদে খেলা এমবাপ্পের ছোটবেলার স্বপ্ন। হ্যাটট্রিক ট্রেবলজয়ীর কোচের এমন দাবিতে খেপে আগুন পারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার ক্লাবের পরিচালক লিওনার্দো রীতিমতো ধুয়ে দিয়েছেন জিদানকে। রিয়াল কোচের এসব 'বিরক্তিকর' কথা বন্ধ করা উচিৎ বলে মনে করছেন তিনি।

গতকাল এনিয়ে আবার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন জিদান। সংবাদ সম্মেলনে বলেছেন, 'এ বিষয়ে মতামত দেওয়ার অধিকার তার আছে। যখন আমি কোনো কিছু জিজ্ঞেস করব, আমার বিশ্বাস তখন নিজের উত্তরটাই পাবো। একজন খেলোয়াড় নিজেই তার ভবিষ্যৎ নির্ধারণ করেন। এখন ও পিএসজিতে খেলছে। আমরা দেখতে চাই ভবিষ্যতে কী হয়।'

জিদান জানান বলা কথাগুলো তার নিজের মত নয়। এমবাপ্পেই নাকি তাকে রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্নের কথা জানিয়েছেন। ফরাসি কোচ বলেছেন, 'আমাকে (এমবাপ্পে) যা বলা হয়েছে আমিও তাই বলেছি। এমবাপ্পের স্বপ্ন ও একদিন রিয়াল মাদ্রিদে খেলবে। সত্যি বলতে এরচেয়ে বেশি কিছু নয়।'