advertisement
আপনি দেখছেন

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে বেশ চাপেই আছে ম্যানচেস্টার সিটি। শিরোপা ধরে রাখার মিশনে শুরুতেই পিছিয়ে পড়া সিটিজেনরা নেমে গেছে লিগ তালিকার তিনে। তাদের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন সার্জিও অ্যাগুয়েরো। ইনজুরি নিয়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।

pep guardiola mancity head coach

সোমবার ভক্ত-সমর্থকদের দুঃসংবাদটা দিয়েছেন সিটিজেনদের প্রধান কোচ পেপ গার্দিওলা। স্প্যানিশ কোচ জানান উরুর চোটে ভুগছেন অ্যাগুয়েরো। গেল শনিবার চেলসির বিপক্ষে বিগ ম্যাচে ২-১ গোলে জিতেছিল সিটি। ওই ম্যাচেই চোট নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান ৩১ বছর বয়সী তারকা ফুটবলার অ্যাগুয়েরা।

অবশেষে জানা গেল আর্জেন্টাইন তারকার চোট একটু গুরুতর। আশঙ্কা করা হচ্ছে অন্তত এক মাসের আগে ফিট হয়ে উঠতে পারবেন না আর্জেন্টাইন স্ট্রাইকার। যার অর্থ দাঁড়াচ্ছে আজ তাকে ছাড়াই শাখতার দানেৎস্কর বিরুদ্ধে মাঠে নামবে সিটি। কাল সংবাদ সম্মেলনে এমনটাই নিশ্চিত করেছেন গার্দিওলা।

সাংবাদিক সম্মেলনে স্প্যানিশ কোচ বলেছেন, ‘সার্জিও (অ্যাগুয়েরো) কয়েকটা ম্যাচ মিস করবে। ওর ফিরতে একটু সময় লাগবে।’ তেমনকিছু হলে আগামী ৭ ডিসেম্বর ম্যানচেস্টার ডার্বি মিস করবেন অ্যাগুয়েরো। ওই ম্যাচে ফর্মে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকারকে খুব দরকার ছিল সিটিজেনদের। মাঠের বাইরে ছিটকে যাওয়ার আগে এই মৌসুমে ১৬ ম্যাচে ১৩ গোল তরেছেন অ্যাগুয়েরো।

sheikh mujib 2020