advertisement
আপনি দেখছেন

লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো, কে বর্তমান সময়ের সেরা ফুটবলার? এমন প্রশ্নে গত এক যুগে মেসির নামটাই বেশি উচ্চারিত হয়েছে। বার্সেলোনা প্রেসিডেন্ট হোসে মারিও বার্তেমেউর চোখে মেসি আরও বড়। পেলে, দিয়েগো ম্যারাডোনাকে একপাশে রেখে মেসিকে সর্বকালের সেরা ফুটবলারই বলে দিলেন বার্সা সভাপতি।

another record of lionel messi

বার্সেলোনার ১২০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে বার্তেমেউ বলেন, ‘নিঃসন্দেহে মেসিই সর্বকালের সেরা ফুটবলার। সে বিশ্ব ফুটবলে বিশাল অবদান রেখেছে। বিশ্বে বার্সেলোনার মতো সাফল্য কোনো ক্লাব পায়নি। আর এটা সম্ভব হয়েছে মেসির জন্য যে ছয়টি গোল্ডেন বুট এবং পাঁচটি ব্যালন ডি’অর জিতেছে।’

বার্সা সভাপতি বলেন, ‘সে এমন একজন ফুটবলার যে একাই ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। সে অবিশ্বাস্য কিছু মুহূর্ত জন্ম দিতে পারে।’

চলতি মৌসুমে লা লিগার ৮ ম্যাচে ৮ গোল করার পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন মেসি। আর চ্যাম্পিয়ন্স লিগে ৪ ম্যাচে ২ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৩টি। এবারের ব্যালন ডি’অর জয়ের পথে সবচেয়ে ফেভারিট মনে করা হচ্ছে আর্জেন্টিনার বার্সেলোনা অধিনায়ককে।