advertisement
আপনি দেখছেন

লেভান্তের মাঠে ৩-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার ধাক্কা কাটিয়ে এরই মধ্যে ছন্দে ফিরেছে বার্সেলোনা। ছন্দে ফেরা মেসিদের আজ বসতে হচ্ছে কঠিন পরীক্ষায়। রোববার রাতে লা লিগার ম্যাচ খেলতে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। খেলাটা হবে আবার অ্যাটলেটিকোর মাঠে, নিশ্চয় উৎকণ্ঠায় বার্সা সমর্থকরা!

antoine griezmann barcelona atletico

উৎকণ্ঠার মধ্যে আলোচিত নাম অ্যান্থনি গ্রিজমান। রিয়াল সোসিয়েদাদের হয়ে একটু নাম ডাক হতেই ২০১৪ সালে গ্রিজমানকে কিনে এনেছিল অ্যাটলেটিকো। তারপর ফরাসি তরুণের জন্য সিংহাসন বানিয়ে তাকে বড় তারকা বানিয়েছে মাদ্রিদের ক্লাবটি। গ্রিজমান আজ সেই অ্যাটলেটিকোর বিপক্ষেই খেলতে নামবেন।

গত গ্রীস্মকালীন দলবদলে অ্যাটলেটিকো ছেড়ে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন ফরাসি তরুণ। বার্সার জার্সিতে মাঠে নেমে আজ অ্যাটলেটিকো সমর্থকদের হৃদয় ক্ষতবিক্ষত করতে চাইবেন। এমন একজনকে নিয়ে বাড়তি আলোচনা না হয়ে পারে!

অ্যাটলেটিকোর অমতেই বার্সেলোনায় যোগ দিয়েছিলেন গ্রিজমান। ফলে আজ যখন বল পায়ে ছুটবেন তখন করতালির বদলে হয়তো দুয়োও ভেসে আসবে ২৮ বছর বয়সী তারকার দিকে। ফরাসি তারকা হয়তো এসব মোকাবিলার মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছেন!

অ্যাটলেটিকো বিপক্ষে খেলা নিয়ে প্রশ্ন করা হলে গ্রিজমান বলেন, ‘অ্যাটলেটিকো আমার হৃদয়েই থাকবে। তবে আমি আজ বার্সেলোনার জয় চাইবো। এই চাওয়া পূরণ করতে মাঠে সব কিছুই করতে প্রস্তুত আমি।’

অ্যাটলেটিকোর মাঠে দুদলের ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। টিভি সেটের সামনে বসার প্রস্তুতি নিচ্ছেন তো!