মেসির দুর্দান্ত প্রত্যাবর্তনে ফিফা র্যাঙ্কিংয়ে ফের শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। বেলজিয়ামকে সরিয়ে এই স্থান পুণরায় দখল করলো আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দিকের শুরুটা দুর্বল হলেও টানা দুই ম্যাচ জেতার ফলে আবার শীর্ষস্থানে ফিরে এসেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এদিকে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল অবশ্য খানিকটা পিছিয়েছে। সর্বশেষ দুই মাচে ড্র করে নেইমাররা বর্তমানে র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করছে।
বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে শেষ ম্যাচে ৮-০ গোলের পরাজয়ের পরও অপরিবর্তিত বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ বর্তমানে আছে ১৭৭ নম্বর অবস্থানে। এদিকে দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তানের অবস্থান-১৪৭, মালদ্বীপ-১৬০ এবং ভারত ১৬২-এ।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ দেশ ও রেটিং পয়েন্ট যথাক্রমে :
১. আর্জেন্টিনা-১৫৩২
২. বেলজিয়াম-১৩৫২
৩. চিলি-১৩৪৮
৪. কলম্বিয়া -১৩৩৭
৫. জার্মানি-১৩০৯
৬. স্পেন-১২৭৭
৭. ব্রাজিল-১২৫১
৮. পর্তুগাল-১১৮৪
৯. উরুগুয়ে-১১৫৮
১০. ইংল্যান্ড-১০৬৯