advertisement
আপনি দেখছেন

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর নেইমার-বার্সা সম্পর্ক যেন পরিণত হয়ছে দা কুমড়োয়। ২০১৮ সালের আগস্টে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এরপর থেকে নেইমার ও বার্সা নানানভাবে এসেছে শিরোনামে!

neymar11psg1

সর্বশেষ গ্রীষ্মকালীন দলবদলে আবার বার্সায় ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হোন নেইমার, শেষ অবধি পিএসজি ছাড়েনি এই ব্রাজিলিয়ানকে। এবার সাবেক বার্সা ফরোয়ার্ড দাবি করেছেন, বার্সার কাছে তিনি ৬৫ লাখ ইউরো পাবেন। স্প্যানিশ দৈনিক এল মুন্দো জানাচ্ছে, তৃতীয়বারের মতো বার্সাকে আদালতে নেওয়ার হুমকি দিচ্ছেন নেইমার!

এর আগে দুবার বার্সার বিরুদ্ধে মামলা করেন নেইমার।

উল্লেখ্য, ২০১৩ সালে সান্তোস থেকে থেকে বার্সেলোনায় আসেন নেইমার। চার বছর কাতালানদের জার্সিতে দুবার লীগ টাইটেল এবং একটি চ্যাম্পিয়নস লীগ জেতায় ভূমিকা রাখেন তিনি।

sheikh mujib 2020