advertisement
আপনি দেখছেন

যেসব দেশে করোনাভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে, তার একটি ইতালি। মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়ে গেছে! আতঙ্ক ছড়িয়ে পড়ছে দেশটির ক্রীড়াঙ্গনেও। করোনার ভয়ে মাঠে আসছে না দর্শকরা। এমতাবস্থায় কর্তৃপক্ষ প্রথমে দর্শকহীন মাঠেই খেলা চালানোর পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত জুভেন্টাস ও এসি মিলানের মধ্যকার ম্যাচই স্থগিত হয়ে গেলো।

juv am

আজ বুধবার ইতালিয়ান কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়ার কথা ছিল জুভেন্টাস ও এসি মিলানের। ভাইরাসের কারণে দেশটির পরিস্থিতি নাজুক হওয়ায় ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ম্যাচটি স্থগিত রাখা হয়েছে। পরবর্তী দিনক্ষণ পরে জানানো হবে।’

দ্বিতীয় লেগটি হওয়ার কথা ছিল আলিয়াঞ্জ এরেনায়। প্রথম লেগে দুই দলই ছিল সমতায়। ড্র হয়েছে ১-১ গোলে।

করোনাভাইরাসের এই আতঙ্ক শুধু ইতালির ক্রীড়াঙ্গনেই নয়, এর আগে সুইজারল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ স্থগিত করা হয়েছে একই কারণে। এ ছাড়া ইতালিতে স্থানীয় লিগ পর্যায়ের বেশ কিছু খেলার তারিখ পেছানো হয়েছে।

sheikh mujib 2020