advertisement
আপনি দেখছেন

আফ্রিকার দেশ গিনিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এতইলে দে গিনি দলের দ্বিতীয় ডিভিশনের কমপক্ষে ৮ জন ফুটবলার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৭ জন। বৃহস্পতিবার দেশটির মামোউ শহরের বাইরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

bus accident in gini

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়, ফুটবল দলটি কাঙ্কান শহরের উদ্দেশে যাওয়ার সময় পথে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বাসটির কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটা হয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতেও গিনিতে ওয়ার্কিয়া এসি নামের একটি ফুটবল দলের বাস দুর্ঘটনার শিকার হয়। তখন বাসে থাকা ফুটবল দলটির তিনজন খেলোয়াড় নিহত হয়েছিলেন।

sheikh mujib 2020