advertisement
আপনি দেখছেন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ইতোমধ্যে বাতিল করা হয়েছে ইতালির সিরি এ লিগের বেশ কয়েকটি ম্যাচ। বাতিল হওয়ার আশঙ্কায় রয়েছে বিশ্ব অলিম্পিক আসর। এবার সেই তালিকায় যোগ হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল আসর লিগ ওয়ান।

kylian mbappe neymar monaco

গতকাল শুক্রবার ফ্রান্সে প্রায় ৬১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। যার প্রভাব পড়েছে দেশটির জনপ্রিয় ফুটবল লিগে। আজ শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফ্রেঞ্জ লিগ ওয়ানের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বনাম স্ত্রসবুর্গের ম্যাচটি। কিন্তু সেটি আপাতত স্থগিত করা হয়েছে।

ফলে নেইমার-ডি মারিয়া-এমবাপ্পের খেলা দেখা থেকে বঞ্চিত হতে হলো ভক্তদের। তবে ম্যাচটি পুনরায় কবে অনুষ্ঠিত হবে তা এখনো জানানো হয়নি।

এদিকে প্যারিসে ম্যারাথন এবং প্যারিস-নিঁস সাইক্লিং নামের আরো দুইটি ক্রিয়া ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেগুলোও আপাতত স্থগিত করা হয়েছে।