করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের ফুটবলেও। প্রাণঘাতী এই ভাইরাস আতঙ্কে স্থগিত হয়ে গেল ভারতের বিরুদ্ধে কাতারের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচ। এর আগে ইউরোপিয়ান ফুটবলে অনেক ম্যাচ স্থগিত করা হলেও এবার তা দেখা দিল ভারতীয় ফুটবলে।
চলতি মাসের ২৬ তারিখ ভারতের ভুবনেশ্বরে বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচে কাতারের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতীয় দলের। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) জেনারেল সেক্রেটারি কুশল দাস ম্যাচ স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘কাতারের বিরুদ্ধে ভারতের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি স্থগিত করা হয়েছে। চলতি বছরের অন্য এক সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে, কিন্তু কবে নাগাদ হবে হবে তা এখনও চূড়ান্ত হয়নি।’
প্রসঙ্গত, ৪ জুন বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বে ভারতের ম্যাচ রয়েছে।
অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাব থেকেও নেওয়া হয়েছে করোনা প্রতিরোধের নানা উদ্যোগ। সমর্থকদের অটোগ্রাফ দেওয়া এবং তাদের সঙ্গে সেলফি তোলায় খেলোয়াড়দের মানা করে দিয়েছে সাউদাম্পটন ক্লাব কর্তৃপক্ষ। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কোচ জানিয়েছেন, তার ক্লাবের খেলোয়াড়রা পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক বন্ধ করে দিয়েছে।