advertisement
আপনি দেখছেন

সর্বত্র করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এবার সেটির প্রভাব পড়ল ইংলিশ প্রিমিয়ার লিগে। আজ বাংলাদেশ সময় রাত দেড়টায় ইত্তিহাদে গড়ানোর কথা ছিল আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচ। তবে সেটি বাতিল করা হয়েছে।

cityvsarsenal

এর আগে ইউরোপের বিভিন্ন লিগে ম্যাচ বাতিল হলেও করোনাভাইরাসের প্রভাবে এটাই প্রথম ইংল্যান্ডে ম্যাচ বাতিলের ঘটনা। ইতালিয়ান লিগ সিরি এ'তে সব ধরনের খেলা বন্ধ করে দেওয়া হয়েছে।

এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ইংলিশ ক্লাব নটিংহাম ফরেস্ট ও গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের মালিক ইভানগেলোস মারিনাকিস। এরপর ম্যাচ নিয়ে নতুন করে ভাবছে ইপিএল কর্তৃপক্ষও।

উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগে ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। লন্ডনের ক্লাব আর্সেনাল সমান সংখ্যক ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে রয়েছে নবম স্থানে। ২৯ ম্যাচ খেলে ৮২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল।