advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসে ইতালিতে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ১২ হাজার মানুষ। এবার সে তালিকায় যুক্ত হয়েছেন ইতালিয়ান ফুটবলার ড্যানিয়েল রুগানি। জুভেন্টাসের হয়ে খেলে থাকেন এ ডিফেন্ডার।

daniele rugani

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ইতালিতে সব খেলাধুলা বন্ধ রয়েছে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর সিরি’এ। তবে দর্শকশূন্য অবস্থায় চলছে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। আগামী ১৮ মার্চ চ্যাম্পিয়ন লিগে মাঠে নামার কথা ছিল জুভেন্টাসের। তার আগেই এক দুঃসংবাদ পেলো দলটি। ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে খবরটি।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস পরীক্ষা পজিটিভ হয়েছে এই ২৫ বছর বয়সী ফুটবলারের। চলতি মৌসুমে তুরিনের ওল্ড লেডিদের তিনি হয়ে খেলেছেন তিনটি সেরি’এ ম্যাচ।

জুভেন্টাসের অধীনে এ ডিফেন্ডারের চিকিৎসা করা হবে। এছাড়া গত কয়েকদিনে তার সংস্পর্শে আসা অন্যদেরও পরীক্ষা করার কথা জানিয়েছে জুভেন্টাস।

sheikh mujib 2020