২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া অঞ্চলের বাছাইপর্ব শুরু হয়েছে গত বছর। আগামী ২৩ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব। কিন্তু নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না ব্রাজিল-আর্জেন্টিনার বাছাইপর্বের ম্যাচগুলো। বৃহস্পতিবার রাতে তা স্থগিত করে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
স্থগিতের কারণ করোনাভাইরাস। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এটা। ঝুঁকি এড়াতে এবং সংক্রমণ ঠেকাতে ধীরে ধীরে বাছাইপর্বের ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। আগামী ৩১ মার্চ পেরুর মাঠে খেলার কথা ছিল নেইমারের ব্রাজিলের। একই দিন বলিভিয়ার আতিথেয়তা নেওয়ার সূচি নির্ধারণ ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার।
এই দুটি ম্যাচ তো বটেই, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। ম্যাচগুলো স্থগিত করার জন্য বুধবার ফিফার কাছে অনুরোধ করেছিল দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। একদিন পরই বৃহস্পতিবার রাতে নিজেদের ওয়েবসাইটে ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে ফিফা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যাচগুলোর নতুন সূচি পরবর্তীতে জানানো হবে।