advertisement
আপনি দেখছেন

ক্লাব ফুটবলে আপাতত কোনো খেলা নেই। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উয়েফা নেশনস লিগের দ্বিতীয় আসর। ক্লাব ছেড়ে তাই জাতীয় দলে যোগ দিয়েছেন ইউরোপিয়ান ফুটবলাররা। তাদের সঙ্গী হতে পারেননি ডিয়েগো কস্টা এবং সান্তিয়াগো অ্যারাইস। অ্যাটলেটিকো মাদ্রিদের দুই ফুটবলারই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

diego costa atletico madrid 2019 20

বৃহস্পতিবার রাতে তাদের সংক্রমণের খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। দুজনকেই আইসোলেশনে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে এক বিবৃতিতে ক্লাব বলেছে, ‘আজ (বৃহস্পতিবার) আমাদের মূল দলের সবাই প্রাথমিক পরীক্ষায় উতরে গেছেন। কিন্তু কস্টা এবং অ্যারাই কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘তাদের দুজনের মধ্যেই লক্ষণ দেখা দিয়েছে। তাদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি অবগত আছেন লা লিগার স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ কারণে দুই ফুটবলারের কেউ দলের প্রাক মৌসুমে প্রস্তুতিপর্বে থাকছেন না।’

a very bad night for costa

আজ থেকে শুরু হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের নতুন মৌসুমের অনুশীলন। গুটি কয়েক খেলোয়াড়কে নিয়ে শুরু হচ্ছে তাদের অভিযান। অ্যাটলেটিকো মাদ্রিদের আশা, মৌসুম শুরুর আগেই দলে যোগ দেবেন কস্টা ও অ্যারাইস। ততদিন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবেন তারা।

আগামী ২৭ সেপ্টেম্বর গ্রানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে লা লিগা ও নতুন মৌসুম শুরু করবে ডিয়েগো সিমনের অ্যাটলেটিকো মাদ্রিদ।

sheikh mujib 2020