advertisement
আপনি দেখছেন

সময়ের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি। শুধু তাই নয়, ইতিহাসের সেরাদের তালিকাতেও খুব সহজেই থাকবে তার নাম। এমন একজনের সাথে একই দলে যে কেউ খেলতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। এর ব্যতিক্রম নন মিরালেম পিয়ানিচ। গতকাল জার্সি উন্মোচন অনুষ্ঠানে এই তারকা জানালেন, আর্জেন্টাইন ফুটবলারের সাথে খেলার লক্ষ্য ছিল তার।

miralem pjanicমিরালেম পিয়ানিচ

পিয়ানিচ বলেন, ‘মেসির সাথে খেলার লক্ষ্য ছিল আমার। তাই বার্সায় যোগ দিতে মনের ভেতর কোনো সংশয় রাখিনি।’

বার্সেলোনা অধিনায়ককে প্রশংসায় ভাসাতেও ভুল করেননি বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার এই ফুটবলার। বলছেন, তাকে নিয়ে শিরোপা জিততে চান। ‘মেসির হাত ধরে বার্সার প্রাপ্তি অনেক। ও চ্যাম্পিয়ন ফুটবলার। তার সাথে শিরোপা জেতার চেষ্টা করব।’

barcelona logo new

জুভেন্টাস থেকে সদ্যই বার্সায় যোগ দিলেন। তাই এখন থেকে মেসির সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারাটা দারুণ হবে বলে মনে করছেন এই মিডফিল্ডার, ‘মেসি ইতিহাসের সেরা ফুটবলার। ওর সাথে খেলাটাই আসল কথা। তবে এর আগে রোনালদো, টট্রিদের সান্নিধ্য পেলেও ওকে চিনতাম না। এবার সেই সুযোগটাও হল। লিওর সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব। ভাবতেই দারুণ লাগছে।’

sheikh mujib 2020