advertisement
আপনি দেখছেন

প্রাণঘাতী করোনাভাইরাসে টালমাটাল গোটা বিশ্ব। দীর্ঘ বিরতির পর মাঠে খেলা ফিরলেও ক্লাবগুলোর ভেঙে পড়া অর্থনীতি এখনও জোড়া লাগেনি। বার্সেলোনাও এর ব্যতিক্রম নয়। বড় অঙ্কের ক্ষতির মুখে আছে লা লিগা জায়ান্টরা। ইতোমধ্যে বার্সা বোর্ড থেকে খেলোয়াড়দের বেতন কমানোর প্রস্তাব করা বলা হয়। কিন্তু রাজি হয়নি লিওনেল মেসি এন্ড কোং।

barcelona logo new

চলমান আর্থিক সঙ্কটের কথা মাথায় রেখে ৩০ শতাংশ বেতন কমাতে খেলোয়াড়দের অনুরোধ করেন বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ। সিদ্ধান্ত নিতে ২২ অক্টোবর পর্যন্ত সময় বেধে দেওয়া হয় ক্লাব থেকে। শুধু তাই নয়, বেতন কমানোর জন্য অন্য কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগও দেওয়া হয়। ছিল চুক্তি বৃদ্ধির মতো সুবিধা।

এতোকিছুর পরও নির্দিষ্ট সময়ের আগেই এক বুরোফ্যাক্সে সবাই জানালেন, এটা তাদের দ্বারা সম্ভব না। বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম আরএসিওয়ান।

করোনার শুরুতে বার্সেলোনার কর্মীদের বেতন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমতাবস্থায় গত মার্চে নিজেদের বেতনের ৭০ শতাংশ কম নেন বার্সেলোনার ফুটবলাররা। নিজেদের বেতন কর্তন নিয়ে ওই সময় ইনস্টাগ্রামে দলটির অধিনায়ক লেখেন, ‘এটা এখন সময়ের দাবি। এমন খারাপ অবস্থায় আমরা প্রত্যেকেই ৭০ শতাংশ বেতন কর্তনের সিদ্ধান্ত নিলাম। সেই সাথে নিজেদের কাছ থেকেও কিছু দেবো। তবুও যেন কর্মীরা বেতনের পুরোটাই পান।’

barcelona messi

সেবার নিজেদের উদ্যোগেই বেতন কম নেন মেসিরা। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। অনুরোধ করেন স্বয়ং বার্সা বস। তবুও মানলেন না খেলোয়াড়রা। মানবেনই বা কীভাবে! বার্তোমেউয়ের সাথে যে কারোর সম্পর্কই তেমন ভালো নয়।

sheikh mujib 2020