advertisement
আপনি দেখছেন

নিজের বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে বেশ ভালোভাবেই অবহিত ছিলেন জোসেফ মারিয়া বার্তোমেউ। শেষ কয়েক মাসে বার্সেলোনার ফুটবলার এবং ভক্তদের অন্যতম বিরক্তির নাম তিনি। অনাস্থা ভোটে অনুমিতভাবেই ছিটকে যেতেন। এখানে কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় দিলেন তিনি। আসন্ন পরাজয় টের পেয়ে সভাপতির পদ থেকে নিজেই পদত্যাগ করলেন এই ফুটবল সংগঠক।

bartomeu berselonaজোসেফ মারিয়া বার্তোমেউ

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে বোর্ড মিটিংয়ের পর পদত্যাগের ঘোষণা দেন বার্তোমেউ। একই পথে হাটেন অন্যান্য পরিচালকরাও। আগামী তিন মাসের মধ্যে বার্সার নতুন সভাপতির খোঁজে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগ পর্যন্ত একটি ম্যানেজমেন্ট বোর্ড অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।

২০১৪ সালে বার্সা সভাপতির দায়িত্ব পান বার্তোমেউ। এরপর নানা কর্মকাণ্ডে খবরের শিরোনামে আসেন। খেলোয়াড় কিংবা ক্লাবের পরিচালকদের সাথে সিদ্ধান্তের দ্বিমতে এর আগেও একাধিকবার নিজের পদ নিয়ে হুমকির মুখে পড়েন। সর্বশেষ গত মৌসুমের ভরাডুবির পর তার পদত্যাগের জন্য রাস্তায় নামে কাতালান ফ্যানরা। আসন্ন নির্বাচনের জন্য অনাস্থা ভোট সংগ্রহ করতে থাকে সম্ভাব্য প্রার্থীরা। কিন্তু এসবের অপেক্ষা করলেন না বার্তোমেউ।

sheikh mujib 2020