ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দখল নিয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যকার দ্বন্দ্ব বহু পুরনো। এর অংশ হিসেবে দুই দেশের মধ্যে ১৯৮২ সালে যুদ্ধ বেঁধে যায়। যেখানে ইংরেজদের হাতে ৬৫০ জন আর্জেন্টাইন সেনা নিহত হন। এরপর দিয়েগো ম্যারাডোনা প্রতিজ্ঞা করেন, যতদিন বেঁচে থাকবেন ইংরেজিতে কথা বলবেন না।
কিংবদন্তি ম্যারাডোনা
সে যুদ্ধে ২৫০ জন ব্রিটিশ সেনাও প্রাণ হারান। তবে শেষ পর্যন্ত ফকল্যান্ড দ্বীপ তাদের দখলে চলে যায়। নিজ দেশের এতজন বীর সেনানির নিহত হওয়াটা মেনে নিতে পারেননি ম্যারাডোনা। মনে জেদ পুষে রাখেন। এর প্রতিফলন ঘটান ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে। সেবার কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে ইংরেজদের পরাজিত করে আর্জেন্টিনা। এরপর দলটির অন্যতম সেরা তারকা বললেন, এটা ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ।
নিজের সেই বক্তব্যটি অবশ্য শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি ম্যারাডোনা। ২০১৬ সালে স্মরণীয় ওই ম্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এই কিংবদন্তি বলেন, ‘ওটা শুধুই একটা ম্যাচ ছিল। এর বাইরে কিছু ভাবিনি। এর সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। সবাই আশা করেছিল, সেদিন যেন একটা ঝামেলা বাঁধে। যা শেষ পর্যন্ত হয়নি।’