দিয়েগো ম্যারাডোনা এখন শুধুই স্মৃতি। আর্জেন্টিনাকে সমর্থন দিতে গ্যালারীতে আর কখনোই দেখা যাবে না তাকে। বিভিন্ন কর্মকাণ্ডে সামনের দিনগুলোতে হবেন না খবরের শিরোনাম। তবে যতদিন ফুটবল থাকবে, ততোদিন ভক্তদের মনে অমর হয়ে থাকবেন। এই কিংবদন্তির সম্মানে দশ নম্বর জার্সি তুলে রাখার অনুরোধ করেছেন সিরিআর ক্লাব অলিম্পিক মার্শেইয়ের কোচ আন্দ্রে ভিলাস বোয়াস।
১০ নম্বর জার্সি গায়ে ম্যারাডোনা
আর্জেন্টিনাকে একবার বিশ্বমঞ্চের শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ম্যারাডোনার অর্জন আরও অনেক। অপেক্ষাকৃত কম শক্তি নিয়েও নাপোলিকে দেন সুদিনের ছোঁয়া। মূলত মাঠের খেলায় অনন্য, অসাধারণ, দুর্বোধ্য হওয়ায় কারণে জাতীয় দল কিংবা ক্লাব, সব জায়গাতেই দশ নম্বর জার্সির মালিক ছিলেন ম্যারাডোনা। যেটা গায়ে জড়ানোর যোগ্যতা দলের অন্য কারও ছিলো না।
তর্ক সাপেক্ষে হলেও সর্বকালের সেরা ফুটবলার ম্যারাডোনা। একজন কিংবদন্তি। বোয়াস বলছেন, দশ নম্বর জার্সিকে চিরতরে অবসরে পাঠিয়ে সাবেক আর্জেন্টাইনের প্রতি সম্মান জানানো উচিত, ‘এমন খবর (ম্যারাডোনার মৃত্যু) মেনে নেওয়া সত্যিই কষ্টের। ফিফার কাছে অনুরোধ করবো সব ধরনের প্রতিযোগিতা থেকে দশ নম্বর জার্সি তুলে রাখতে। এটা সম্মান জানানোর ভালো উপায়। তার শূন্যতা অপূরণীয়।’