স্পেন তো বটেই, ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াদ মাদ্রিদ। তাদের অতীত রেকর্ডের পাতাটা বেশ ভারী। অথচ চলতি মৌসুমে লা লিগা কিংবা উয়েফা চ্যাম্পিয়নস লিগ, কোন জায়গাতেই চেনা ছন্দে নেই গ্যালাকটিকোরা। তবে দলটির কোচ জিনেদিন জিদান সেসব নিয়ে ভাবছেন না। বরং জানালেন, ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী তিনি।
জিদান ভরসা রাখছেন সার্জিও রামোস, করিম বেনজেমা, টনি ক্রুস, কাসেমিরো, ফেদে ভালভারদে, হ্যাজার্ড, ভিনিসিয়াস, রদ্রিগোদের ওপর। প্রতিপক্ষ হাজার শক্তিশালী হলেও তাদের যোগ্যতা আছে সবার চোখে চোখ রেখে কথা বলার মতো। সাবেক ফরাসি ফুটবলারের বিশ্বাস, যত কঠিন সময়ই আসুক না কেন, নিজেদের বলেই এগিয়ে যাবে রিয়াল।
লা লিগায় আজ (২৮ নভেম্বর) ঘরের মাঠে আলাভেসকে আতিথেয়তা দেবে রিয়াল। তার আগে সাংবাদিক সম্মেলনে জিদান বলেন, 'নিজের ওপর বিশ্বাস রাখা জরুরি। খেলোয়াড়দেরও সেটা করতে হবে। আমি খুবই ইতিবাচক। কারণ বিশেষ একটি দায়িত্বে আছি। ঝড়ের পর সূর্যের দেখা মিলে। এটাই নিয়ম। আমাদের যে মান তাতে ভালো করবোই। সে আত্মবিশ্বাস আছে। সামনে কঠিন মুহূর্ত আসবে। সেসব পায়ে ঠেলে এগিয়ে যাবো।'