সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গতকালের আগের দুই ম্যাচে পোর্তো এবং নাপোলির কাছে হেরেছে জুভেন্টাস। অবশেষে জয়ে ফিরলো আন্দ্রে পিরলোর শিষ্যরা। ইতালিয়ান সিরিআতে গতকাল নিজেদের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে কোরটনকে হারালো ৩-০ গোলে।
হেডে গোল করছেন রোনালদো
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম পর্বে পোর্তোর বিপক্ষে বিবর্ণ ছিলেন রোনালদো। গতকাল ফিরলেন স্বরূপে। দাপুটে ফুটবল খেলে কোরটনের জালে দুবার বল পাঠালেন এই পর্তুগীজ সুপারস্টার। সেই সাথে সিরিআতে সবগুলো দলের বিপক্ষে গোল করার রেকর্ড গড়লেন।
ম্যাচের ৩৮ মিনিটে প্রথম এগিয়ে যায় জুভেন্টাস। অ্যালেক্স সান্দ্রোর ক্রস থেকে রোনালদোর মাথাস্পর্শী বল ঠিকানা খুঁজে নেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এবারও হেডে জালে বল জড়ান পাঁচবারের ব্যালন ডি অর জয়ী। যেখানে অ্যাসিস্ট করেছিলেন র্যামজি।
তার ঠিক পরের মিনিটে হ্যাট্রিকের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। ডি বক্সের ফাঁকা থেকে তার নেওয়া শট লক্ষ্যে থাকেনি। ৬৬ মিনিটে কোরটনের জালে শেষ পেরেকটি ঠুঁকে দেন ওয়েস্টন ম্যাককেনি। সহজ সুযোগ পেয়ে কোন ভুল করেননি যুক্তরাষ্ট্রের এই সেন্ট্রাল মিডফিল্ডার।