advertisement
আপনি দেখছেন

আগামী ১ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে জনপ্রিয় গেম ‘ফিফা ২২’। তার আগেই গেমের খেলোয়াড়দের রেটিং প্রকাশ করেছে ইএ স্পোর্টস। সেখানে টানা তৃতীয়বারের মতো শীর্ষস্থান দখলে নিয়েছেন আর্জেন্টিনা এবং প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির তারকা লিওনেল মেসি।

messi and ronaldo fifa 22লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো

মেসির নামের পাশে আছে ৯৩ রেটিং। এই ফরোয়ার্ডের চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন তালিকার তিনে। জুভেন্টাসের সাবেক ফুটবলারের সংগ্রহ ৯১ রেটিং। ৯২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্তো লেভানডফস্কি।

রোনালদোর সমান ৯১ রেটিং পেয়ে চার, পাঁচ এবং ছয় নম্বরে আছেন যথাক্রমে কেভিন ডি ব্রুইন, কিলিয়ান এমবাপ্পে এবং নেইমার জুনিয়র। সেরা দশের বাকিরা হলেন জান ওবলাক, হ্যারি কেন, এনগোলো কন্ত ও ম্যানুয়েল ন্যুয়ার।

২০১১ সাল থেকে জনপ্রিয় গেমটি চালু করে ফিফা। যেখানে এখন পর্যন্ত নয়বার সর্বোচ্চ রেটিং পেয়েছেন মেসি। বিপরীতে দুইবার শীর্ষে ছিলেন সিআরসেভেন খ্যাত রোনালদো। তবে ফিফা ১৯-এ সমান ৯৪ রেটিং ছিল মেসি এবং রোনালদোর।