advertisement
আপনি দেখছেন

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। ম্যাচটিতে চোখ-ধাঁধানো এক গোল করে অলরেডদের দ্বিতীয়বারের মতো এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হেড কোচ ইয়ুর্গেন ক্লপ মনে করেন, এই গোলটি ভক্ত সমর্থকরা ৬০ বছর মনে রাখবে।

liverpool vs city 3
সিটির বিপক্ষে দুর্দান্ত সেই গোলের পর সালাহ

নিজেদের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের ৭৬ মিনিটের কথা। ডানদিক থেকে সতীর্থের কাছ থেকে বল পান সালাহ। এরপর তিনজনকে কাটিয়ে সামনে অগ্রসর হন। মিশরীয় তারকাকে আটকাতে পারেননি আইমেরিক লাপোর্তা এবং বার্নার্দো সিলভারাও। সুযোগ বুঝে দুর্দান্ত এক শটে এদেরসনকে পরাস্ত করেন ২৯ বছর বয়সী ফুটবলার।

ক্লপের মতে, খেলোয়াড়দের এমন অসাধারণ পারফরম্যান্স ক্লাব কখনও ভুলে যায় না। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ বলেন, ‘সালাহ প্রথম স্পর্শ, প্রথম চ্যালেঞ্জ জিতলেন। তারপর ডান পায়ে বল রেখে গোল করলেন। এটা একেবারে ব্যতিক্রমী ছিল। ক্লাব এই দারুণ মুহূর্তগুলো কখনও ভুলে যায় না। ভক্ত-সমর্থকরাও দীর্ঘ সময় ধরে এই গোল নিয়ে আলোচনা করবে। তারা ৫০-৬০ বছরের মধ্যে এটা ভুলতে পারবে না।’

jurgen kloop 2ইয়ুর্গেন ক্লপ

সিটির বিপক্ষে চলমান ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের ষষ্ঠ গোলের দেখা পেয়েছেন সালাহ, যা ঐতিহ্যবাহী লিগে এই ফরোয়ার্ডের ১০৩তম গোল। সবকিছু বিবেচনা করে ক্লপ মনে করেন, সালাহ একজন বিশ্বমানের খেলোয়াড়, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো বা লিওনেল মেসি এই ধরনের গোল করলে সবাই সেটাকে বিশ্বমানের বলে। সালাহ সেই গোলটি করেছেন কারণ তিনি বিশ্বমানের খেলোয়াড়। শুধুমাত্র বিশ্বের সেরা খেলোয়াড়রা এইরকম গোল করে থাকেন।’

লিভারপুলের অধিনায়ক জর্ডান হেন্ডারসনও সালাহ’র প্রশংসা করেছেন, ‘এটা অবিশ্বাস্য। সালাহ প্রতিপক্ষের খেলোয়াড়ের প্রতিহত করতে পারেন। এই কাজে তিনি অসাধারণ।’