advertisement
আপনি দেখছেন

ফুটবল দুনিয়ার বড় কয়েকটি ব্রান্ডের একটি করিম বেনজেমা। স্বাভাবিকভাবেই ফরাসি তারকার ওপর প্রত্যাশা অনেক বেশি রিয়াল মাদ্রিদের। বেনজেমা সে প্রত্যাশা মেটাচ্ছেন খুব ভালোভাবেই। পরিসংখ্যান বলছে, লস ব্লাঙ্কোসদের প্রায় একা কাঁধে বয়ে নিয়ে চলেছেন এই ফরোয়ার্ড।

karim benzema real madrid 3করিম বেনজেমা

লিগ ওয়ানের ক্লাব লিও ছেড়ে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখান বেনজেমা। এরপর থেকেই  বনে গেছেন স্প্যানিশ লা লিগা জায়ান্টদের ভরসার প্রতীক। সাম্প্রতিক বছরগুলোতে তো রীতিমতো উড়ছেন ২০১৫ সাল থেকে টানা ছয় বছর জাতীয় দলের বাইরে থাকা এই ফুটবলার। 

গত ১৫ আগস্ট আলাভেসকে ৪-১ গোলে উড়িয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ১৬ সেপ্টেম্বর ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের যাত্রা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে মাঠে নেমেছে গ্যালাকটিকোরা। যেখানে সমান সংখ্যক গোল করেছেন বেনজেমা।

karim benzema real madrid 2সেল্টা ভিগোর বিপক্ষে হ্যাটট্রিক করেন বেনজেমা

লা লিগায় গতকাল এস্পানিওলের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচে বল দখল এবং আক্রমণে এগিয়ে থেকেও ভিনসেন্তে মোরিনোর শিষ্যদের কাছে ২-১ ব্যবধানে হেরেছে দুই নম্বরে থেকে গত আসর শেষ করা দলটি। দলের হয়ে একমাত্র গোলটি করেন বেনজেমা।

লা লিগায় এখন পর্যন্ত ৮ ম্যাচে প্রতিপক্ষের জালে ২২ বার বল পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ। যেখানে ৯ গোলের পাশাপাশি ৭টি অ্যাসিস্ট করেছেন বেনজেমা। অর্থ্যাৎ ১৬ গোলে সরাসরি জড়িত ছিলেন। এর মধ্যে ১৩ সেপ্টেম্বর সেল্টা ভিগোর বিপক্ষে হ্যাটট্রিক করেন নয় নম্বর জার্সিধারী।

বেনজেমার পরেই চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের ট্রামকার্ড হিসেবে বিবেচনায় আসছেন ভিনিসিয়াস জুনিয়র। ১০ ম্যাচে ৫ গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলের ২১ বছর বয়সী তারকা উইঙ্গার।