advertisement
আপনি দেখছেন

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে গত ২৪ অক্টোবর রাতে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত সে ম্যাচে বেশ কয়েকজন খেলোয়াড় রোনাল্ড কোম্যানের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন। হাতছাড়া করেছেন কয়েকটি সহজ সুযোগ। সব মিলিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে সান্টিয়াগো বার্নাব্যুতে ফিরে গেছে কার্লো আনচেলত্তির দল। একনজরে দেখে নেওয়া যাক এল ক্লাসিকোতে বার্সার কোন কোন খেলোয়াড় অনুজ্জল ছিলেন।

barcelonas 6 footballersএল ক্লাসিকোতে অনুজ্জল ছিলেন বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড়

মেম্ফিস ডিপেই: মৌসুমের শুরু থেকে ছন্দে থাকায় মেম্ফিস ডিপেইয়ের ওপর বাড়তি প্রত্যাশা ছিল কোম্যানের। তবে এল ক্লাসিকোতে নিজের ফর্ম টেনে আনতে পারেননি ডাচ তারকা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে আক্রমণভাগে ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। তাতেই হতাশ হয়েছেন ভক্তরা।

লুক ডি ইয়ং: শক্তি বাড়াতে গত গ্রীষ্মে সেভিয়া থেকে ধারে লুক ডি ইয়ংকে এনেছে বার্সা। নতুন ক্লাবে শুরু থেকেই এই স্ট্রাইকারের পারফরম্যান্স যাচ্ছেতাই। রিয়াল মাদ্রিদের বিপক্ষেও সে ধারা অব্যাহত ছিল। গোলমুখে অনেকটাই বিচলিত দেখা গেছে ৩১ বছর বয়সী ফুটবলারকে।

ronald koeman 4ম্যাচ হেরে হতাশ কোম্যান

ফিলিপ্পে কুতিনহো: ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ফিলিপ্পে কুতিনহো। সুস্থ হয়ে ফিলে আসলেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে মর্যাদাপূর্ণ লড়াইয়ে পুরনো ধার দেখাতে পারেননি এই ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।

জর্ডি আলবা: গত ২০ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেন জর্ডি আলবা। এজন্য সুযোগ পান এল ক্লাসিকোতে। তবে পায়ের চোটের কারণে লস ব্রাঙ্কোসদের বিপক্ষে বিবর্ণ ছিলেন এই স্প্যানিশ লেফট ব্যাক।

ফ্রেঙ্কি ডি ইয়ং: এবারের মৌসুমে নিয়মিত একাদশে জায়গা হয়নি ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের। এরপরও কোম্যানের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এই মিডফিল্ডার। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে সতীর্থদের সাথে তাল মেলাতে পারেননি তিনি।

অস্কার মিনগেসা: রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথমার্ধে ভালো ফুটবল উপহার দেন অস্কার মিনগেসা। ভিনিচিয়াস জুনিয়রের সাথে বেশ কয়েকবার তর্কে জড়াতে দেখা যায় তাকে। ম্যাচে এই স্প্যানিশ রাইট ব্যাকের মধ্যে আত্মবিশ্বাস, গতি এবং শক্তির অভাব স্পষ্ট ছিল।