advertisement
আপনি পড়ছেন

গতকাল আলাভেজের বিপক্ষে ম্যচের প্রথমার্ধে বুকে ব্যথা পান সার্জিও আগুয়েরো। শ্বাস নিতে কষ্ট হওয়ায় ৪০ মিনিটে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। ক্রমেই অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় এই তারকা স্ট্রাইকারকে। এক বিবৃতিতে বার্সেলোনা বিষয়টি নিশ্চিত করেছে।

aguero at the hospitalহাসপাতালে ভর্তি হয়েছেন আগুয়েরো

বিবৃতিতে বার্সা জানায়, ‘আগুয়েরো প্রথমার্ধের বেশির ভাগ সময় বুকের ব্যথায় ভুগছিল। ৪০ মিনিটে তাকে তুলে ফিলিপ্পে কুতিনহোকে মাঠে নামনো হয়। কার্ডিয়াক পরীক্ষার জন্য আগুয়েরোকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।’

আগুয়েরোর অসুস্থতার কথা জানাতে গিয়ে বার্সার কোচ সার্জিও বুরজুয়ান বলেন, ‘আগুয়েরোকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কী হয়েছে। সে বলল মাথা ঘোরাচ্ছে। পরে জানলাম তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মূলত সত্যিই কি হয়েছে সেটা জানার জন্যই হাসপাতালে নেওয়া হয়েছে। এর বেশি কিছু বলতে পারছি না।’

গত জুনে বিনা ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সায় যোগ দেন আগুয়েরো। তবে কাফ মাসেলের ইনজুরির কারণে তার অভিষেক অনেক দীর্ঘ হয়েছে। গত ১৮ অক্টোবর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতালানদের হয়ে প্রথম খেলতে নামেন ৩৩ বছর বয়সী ফুটবলার।