advertisement
আপনি পড়ছেন

গত ৩১ অক্টোবর লা লিগায় আলাভেজের বিপক্ষে ম্যচের প্রথমার্ধে বুকে ব্যথা পান সার্জিও আগুয়েরো। শ্বাস নিতে কষ্ট হওয়ায় ৪০ মিনিটের সময় কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় এই তারকা স্ট্রাইকারকে। হার্টের অ্যারিথমিয়ায় আক্রান্ত হওয়ায় তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। এক বিবৃতিতে বার্সেলোনা বিষয়টি নিশ্চিত করেছে।

aguero barcelona sadতিন মাসের জন্য ছিটকে গেছেন সার্জিও আগুয়েরো

আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন আগুয়েরো। বিবৃতিতে বার্সা জানায়, ‘সার্জিও আগুয়েরো ডা. জোসেপ ব্রুগাদার ডায়াগনস্টিক-এ থেরাপিউটিক প্রক্রিয়ায় আছেন। তিনি আগামী তিন মাস দলে থাকার অনুপযুক্ত। তার পুনরুদ্ধার প্রক্রিয়া নির্ধারণের জন্য চিকিৎসার কার্যকারিতা মূল্যায়ন করা হবে।’

দুঃসময়ে পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন আগুয়েরো, ‘পুনরুদ্ধার প্রক্রিয়ার মুখোমুখি হয়ে আমি সুস্থ এবং ভালো আছি। ভালোবাসা এবং সমর্থনের বার্তাগুলোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের ভালোবাসা আমার হৃদয়কে শক্তিশালী করেছে।’

aguero barcelona sad 2আলাভেজের বিপক্ষে বুকে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন আগুয়েরো

একজন খেলোয়াড়ের জন্য কার্ডিয়াক অ্যারিথমিয়া মানে কী, তা জনসাধারণকে ব্যাখ্যা করেছেন আর্জেন্টিনার কার্ডিওলজিস্ট নরবার্তো ডেবাগ, ‘একটি অ্যারিথমিয়া ২৪ ঘণ্টার মধ্যে অধ্যয়ন করা যেতে পারে। সে সময়ের মধ্যেই রোগ নির্ণয় হয়ে যাবে। ভেন্ট্রিকুলারগুলো সবচেয়ে জটিল। কারণ তাতে হৃৎপিণ্ডের গঠনের ক্ষতি হয়। যদিও এটাকে ওষুধের মাধ্যমে সমাধান করা যেতে পারে।’

‘আগুয়েরো সম্পর্কে আমাদের কাছে কোনো বিবরণ নেই। তবে এটা খুঁজে পেতে বেশি সময় লাগবে না। তিনি আবার কখন খেলবেন তা নির্ভর করবে অ্যারিথমিয়া শনাক্ত করার সময়ের ওপর।’ যোগ করেন নরবার্তো ডেবাগ।