advertisement
আপনি পড়ছেন

পায়ের গোড়ালির চোটে পড়ে গতকাল ফরাসি লিগ ওয়ানে সেন্ট এতিয়েনের বিপক্ষে ম্যাচে মাঠ থেকে উঠে যান নেইমার জুনিয়র। অবস্থা গুরুতর হওয়ায় আগামী ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির এই তারকা ফরোয়ার্ডকে। প্রাথমিক পরীক্ষা শেষে এমনটাই জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট।

neymar psg sadনেইমারের গোড়ালির চোট খুবই গুরুতর

ম্যাচের ৮২তম মিনিটের কথা। স্বাগতিক দলের ডিফেন্ডার ইভান ম্যাকনের ট্যাকল থেকে নিজেকে রক্ষা করতে লাফ দেন নেইমার। তাতে তার বাঁ পা পড়ে ম্যাকনের ডান পায়ের ওপর। আচমকা পা পড়ায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। সাথে সাথেই গোড়ালি বেঁকে যায় এই ফরোয়ার্ডের।

এরপর মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করেন। পরিস্থিতি খারাপ হওয়ায় মেডিকেল টিম এসে স্ট্রেচারে করে নেইমারকে মাঠের বাইরে নিয়ে যায়। ম্যাচ শেষে পিএসজি ম্যানেজম্যান্ট জানিয়েছে, গোড়ালি মচকে গেছে তার।

ম্যাচ শেষে স্ক্র্যাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়ার সময় নেইমারের মুখে ব্যথার ছাপ স্পষ্ট ছিল। পিএসজির চিকিৎসকরাও জানিয়েছেন, আগামী দেড় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। আজ আরও পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। এরপর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিষয়ে সিদ্ধান্ত নেবে চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০ মৌসুমের রানার্সআপরা।

আরএমসি স্পোর্টের কথা সত্য হলে পিএসজির হয়ে আসন্ন ছয়টি ম্যাচ খেলা হবে না নেইমারের। চলমান মৌসুমে ইতোমধ্যে চোট এবং নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ৯টি ম্যাচ। এবারের মৌসুমে লিগ ওয়ানে ১০ ম্যাচে ৩ গোলের পাশাপাশি করেছেন সমান অ্যাসিস্ট। তবে ইউরোপ সেরা হওয়ার আসর চ্যাম্পিয়নস লিগে কোনো গোল করতে বা করাতে পারেননি ২৯ বছর বয়সী তারকা।