কোলন টিউমার অপসারণের জন্য গত ৪ সেপ্টেম্বর ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের অস্ত্রোপচার করা হয়। এরপর টানা প্রায় এক মাস হাসপাতালে থাকার পর গত অক্টোবরের শুরুর দিকে বাড়ি ফেরেন। একই রোগের চিকিৎসার জন্য এবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
পেলে
সেপ্টেম্বরেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, কোলন টিউমার অপসারণ করায় নিয়ম মেনে কেমোথেরাপি দিতে হবে পেলেকে। অবস্থা স্থিতিশীল হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যেই ৭৫৭ গোল করা এই সুপারস্টার হাসপাতাল থেকে মুক্তি পাবেন।
নিয়মিত কিছু পরীক্ষার অংশ হিসেবে গত সেপ্টেম্বরের শুরুতে হাসপাতালে ভর্তি হন পেলে। সেখানেই কোলন টিউমার ধরা পড়ে। টিউমার অপসারণের পর গত মাসে ৮১ বছর বয়সী সাবেক ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় জানান, তিনি দিনদিন সুস্থ হয়ে উঠছেন এবং অনেক ভালো বোধ করছেন।
ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০- এই তিনটি বিশ্বকাপজয়ী দলের গর্বিত সদস্য তিনি। জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করে এখনও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সর্বকালের সেরা গোলদাতার আসনে আছেন পেলে।