লাল কার্ড বা হলুদ কার্ড ফুটবল মাঠেরই একটি অনুষঙ্গ। বেয়াড়া ফুটবলারদের নিয়ন্ত্রণে আনতে এর বিকল্প নেই। রেফারিদের পাওয়ার কার্ড বলা যায় লাল-হলুদ কার্ডকে। রেফারি প্রয়োজন মনে করলে তা পকেট থেকে বের করে ‘অপরাধী’-কে দেখান।
হলুদ কার্ড দেখাচ্ছেন ফুটবলার
কিন্তু অদ্ভুত এক ঘটনা ঘটেছে কলম্বিয়ার ফুটবল মাঠে। ফুটবলারই কার্ড দেখিয়েছেন প্রতিপক্ষের এক ফুটবলারকে। জানা গেছে, কলম্বিয়ার লিগে খেলা ছিল আমেরিকা ডি কালি এবং আলিয়াঁজা পেট্রোলেরা ক্লাবের মধ্যে। খেলা শেষ হওয়ার সামান্য আগে ৯৭ মিনিটের মাথায় ঘটনাটি ঘটে।
রেফারি কার্লোস ওর্তেগার একটি সিদ্ধান্তের প্রতিবাদ করেন আলিয়াঁজার ফুটবলাররা। তাঁদের মধ্যে একজনকে কার্ড দেখাতে যান রেফারি। পকেট থেকে কার্ড বের করে দেখাতে গেলে তা হাত ফস্কে মাঠে পড়ে যায়।
সামনেই ছিলেন ডি কালির ডিফেন্ডার মার্লন টোরেস। তিনি কার্ডটি কুড়িয়ে নিয়ে নিজেই বিপক্ষ ফুটবলারকে সে হলুদ কার্ড দেখিয়ে দেন। তারপর তাকার্ড ফেরত দেন রেফারিকে। রেফারিও আকস্মিক সে কান্ডে হতবাক হয়ে পড়েন।
ফুটবল মাঠে এমন ধরনের আজব পরিস্থিতির ভিডিওটি নেট মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।