নতুন ক্লাবে যোগ দিয়ে মানিয়ে নেওয়া যে কোনো ফুটবলারের জন্যই কঠিন বিষয়। বার্সেলোনা ছেড়ে গত আগস্টে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজিতে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। সাতবারের ব্যালন ডি’অর জয়ীর জন্যও কঠিন কিছু হতে পরতো। তবে চ্যালেঞ্জ জয় করতে শুরু থেকেই তিনি পাশে পেয়েছেন সতীর্থদের। এমনটাই মনে করেন পিএসজির মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া।
মেসি ও ডি মারিয়া
ডি মারিয়া মনে করেন, নতুন ক্লাবে যোগ দিয়ে হুট করেই মানিয়ে নেওয়া যায় না। গত ৭ ডিসেম্বর ক্লাব ব্রাগাকে ৪-১ ব্যবধানে হারানোর ম্যাচে জোড়া গোল করেন মেসি। সেই ম্যাচের উদাহরণ টেনে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘ব্রাগার বিপক্ষে ম্যাচে প্রমাণ হয়েছে, আমরা উন্নতি করছি। মেসির পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে সবাই বড় জয়ের দিকে লক্ষ্যপাত করছে। কিন্তু ফুটবলে বিষয়টা মোটেও সহজ নয়। এখানে ধীরে ধীরে উন্নতি করতে হয়।’
সতীর্থরা পাশে থাকায় প্যারিস শহরের সাথে খুব তাড়াতাড়ি সখ্যতা হয়ে গেছে মেসির, ‘পরিবারের সাথে মেসি অনেক খুশি। তার ছেলেরা নিয়মিত স্কুলে যাচ্ছে। তার কাজটা সহজ করে দেওয়ার জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে। এভাবেই নতুন ক্লাবে দ্রুত মানিয়ে নিচ্ছে। আমার মনে হয়, প্যারিসেও মানিয়ে নিতে বেশি সময় নেয়নি সে।’
গত গ্রীষ্মে পিএসজিতে যোগ দেন মেসি
সাম্প্রতিক সময়ে দলীয় পারফরম্যান্সের কারণে অনেক সমালোচিত হচ্ছেন পিএসজির হেড কোচ মাওরিসিও পচেত্তিনো। তবে ডি মারিয়া বাজি ধরলেন আলবিসেলেস্তেদের সাবেক তারকার হয়েই, ‘পচেত্তিনোর কাজটা মোটেও সহজ নয়। মাঠে ১১ জন খেলে। দলের ভালোর জন্য সে সেরা একাদশ নামানোর চেষ্টা করে সব সময়। মাঠের কাজটা তো করতে হবে খেলোয়াড়দের।’