স্প্যানিশ লা লিগায় আজ অ্যাটলেটিকো মাদ্রিদের মোকাবেলা করবে রিয়াল মাদ্রিদ। সান্টিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। চোট কাটিয়ে ওঠায় ম্যাচটিতে করিম বেনজেমাকে পাচ্ছে স্বাগতিকরা। এমনটাই জানিয়েছেন লস ব্লাঙ্কোসদের হেড কোচ কার্লো আনচেলত্তি।
করিম বেনজেমা
লিগে গত ৫ ডিসেম্বর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে চোট পান বেনজেমা। এজন্য চ্যাম্পিয়নস লিগে গ্রুপে পর্বে নিজেদের শেষ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে খেলতে পারেননি এই ফরাসি তারকা। তবুও ইতালির শীর্ষ দলটিকে ২-০ ব্যবধানে হারিয়েছে গ্যালাকটিকোরা। একটি করে গোল করেন মার্কো আসেনসিয়ো ও টনি ক্রুস। আজকের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘বেনজেমা সুস্থ হয়ে উঠেছে। সে দলের সাথে অনুশীলন করেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে।’
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচে জয় আছে রিয়াল মাদ্রিদের। লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। ১৬ ম্যাচের তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। তবে অতীত নিয়ে না ভেবে আগামী ম্যাচগুলোতেও নিজেদের প্রতিপত্তি ধরে রাখতে বদ্ধপরিকর ইতালিয়ান কোচ, ‘এই মৌসুমে আমরা অন্য সব দলগুলোর তুলনায় অনেক ভালো খেলছি। অতীত নিয়ে কোনো কিছু ভাবতে চাই না। আমাদের সব ভাবনা কেবল ভবিষ্যত নিয়ে।’
কার্লো আনচেলত্তি
গত আসরে শিরোপা জিতলেও এবার কিছুটা ছন্নছাড়া দেখাচ্ছে অ্যাটলেটিকোকে। ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে দিয়েগো সিমিওনিরা। এরপরও আনচেলত্তি মনে করেন, দারুণ লড়াই অপেক্ষা করছে ভক্তদের জন্য, ‘আমরা দুই দলই প্রতিআক্রমণে বিশ্বাসী। অ্যাটলেটিকো অনেক শক্তিশালী দল। দুই দলের জন্যই ম্যাচটা কঠিন হবে। দারুণ একটা লড়াই অপেক্ষা করছে। ভক্তদের জন্য উপভোগ্য হবে।’