advertisement
আপনি পড়ছেন

হৃদরোগের কারণে ফুটবল ছেড়ে দিচ্ছেন সার্জিও আগুয়েরো, গত মাস থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এবার সে গুঞ্জনে ঘি ঢাললো মার্কা। স্পেনের খেলাধুলা বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর, বুধবার, ফুটবলকে বিদায় বলবেন এই তারকা খেলোয়াড়।

aguero barcelona sadসার্জিও আগুয়েরো

ম্যানচেস্টার সিটি থেকে গত জুনে ফ্রিতে আগুয়োকে দলে ভেড়ায় বার্সা। দুই পক্ষের মধ্যে দুই বছরের চুক্তি হয়েছিল। ইনজুরি কাটিয়ে ১৮ অক্টোবর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন ক্লাবের জার্সিতে অভিষেক হয় আর্জেন্টাইন স্ট্রাইকারের। প্রথম গোল করেন ২৪ অক্টোবর এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

বার্সার হয়ে বেশি দিন খেলা হয়নি আগুয়েরোর। ৩১ অক্টোবর আলাভেজের বিপক্ষে ম্যাচের ৪০ মিনিটে বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন। হাসপাতালে ভর্তি করে টেস্টের পর জানা যায়, হৃদরোগে ভুগছেন ৩৩ বছর বয়সী সাবেক অ্যাটলেটিকো মাদ্রিদ ফুটবলার।

প্রাথমিকভাবে তিন মাসের জন্য আগুয়েরোকে মাঠের বাইরে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে সেটা তিন মাস না, হতে পারে সারাজীবনের জন্য, এমন শঙ্কা প্রকাশ করেছেন জেরার্ড রোমেরোও। নামকরা এই ক্রীড়া সাংবাদিক বলেন, ‘আমার কাছে বার্সার তথ্য আছে। তারা আগুয়েরোকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে।’