গত কয়েক বছর ধরে চলমান বাজে সময় কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। ভাগ্য বদলায়নি রালফ র্যাগনিকের অধীনেও। এজন্য আগামী গ্রীষ্মে রেড ডেভিলদের কোচিংয়ে পরিবর্তন আসার জোর সম্ভাবনা আছে। এমনটা হলে ম্যানইউর হট সিটে পিএসজির হেড কোচ মাওরিসিও পচেত্তিনোকে দেখতে চান ইংলিশ কিংবদন্তি ফুটবলার ওয়েন রুনি।
মাওরিসিও পচেত্তিনো ও ওয়েন রুনি
ব্যর্থতার দায় মাথায় নিয়ে ম্যানইউ থেকে বরখাস্ত হন ওলে গুনার সুলশার। এরপর র্যাগনিককে সাবেক তারকা খেলোয়াড়ের স্থলাভিষিক্ত করে ইংল্যান্ডের প্রথম সারির ক্লাবটি।
জার্মান গডফাদারের অধীনে ম্যানইউর সাফল্যের গ্রাফ নিম্নমুখীই আছে। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে চলমান চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার কোনো সম্ভাবনা তো নেই-ই, উল্টো শেষ চারে থেকে আগামী ক্লাব শ্রেষ্ঠত্বের আসরে জায়গা পাওয়াই এখন মূল চ্যালেঞ্জ ক্রিশ্চিয়ানো রোনালদোদের জন্য।
রালফ র্যাগনিক
এদিকে, পচেত্তিনোর সময়টাও কাটছে বিতর্কের মধ্য দিয়ে। নিজেদের মূল প্রজেক্ট অর্থ্যাৎ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতেই যাত্রা থেমেছে প্যারিসের ক্লাবটির। তবে পিএসজির ফরাসি লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার নিয়ে কোনো সন্দেহ নেই। এটা এখন কেবলই সময়ের ব্যাপার। যদিও শুধু লিগ শিরোপা নিয়ে সন্তুষ্ট থাকতে পারছেন না পিএসজির সমর্থকরা। চাইছেন হেড কোচের পদত্যাগ।
পিএসজিতে পচেত্তিনোর বাজে সময়কে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন রুনি। গণমাধ্যমকে মানইউর সাবেক ফুটবলার বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে পচেত্তিনোর কাজ করার অভিজ্ঞতা আছে। সে এখানকার লিগ সম্পর্কে জানে। তার হাত ধরে টটেনহাম হটস্পার এবং সাউদাম্পটনে অনেক ফুটবলার এসেছে। ম্যানইউর উচিত পচেত্তিনোকে দায়িত্ব দেওয়া। সেই সাথে তাকে সময় দেওয়া।’