স্প্যানিশ লা লিগায় তুমুল ফর্মে থাকা বার্সেলোনা পা হড়কাল ইউরোপোর মঞ্চে। বৃহস্পতিবার রাতে ১০ জনের ফ্রাঙ্কফুর্টকে হারাতে পারল না কাতালান জায়ান্টরা। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাবটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জাভি হার্নান্দেজের দল।
ফ্রাঙ্কফুর্টের জালে বল পাঠানোর পর তরেসের উল্লাস
উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে গ্রুপপর্ব থেকে ছিটকে গেছে বার্সেলোনা। দুই দশক পর তাদের ঠাঁই হয় ইউরোপা লিগে। এখানে নকআউট পর্বের প্রথম দুই ধাপ তারা পাড়ি দিয়েছে ভালোভাবে। আগের দুই রাউন্ডেও প্রথম লেগে ড্র করেছিল বার্সা। কাল রাতে যেন সেসবের পুনরাবৃত্তি হলো।
ফ্রাঙ্কফুর্টের মাঠে ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বিরতির পরপরই দুর্দান্ত এক গোলে স্বাগতিকদের লিড এনে দেন আনসগার কানাউফ। গোলটার শোধ বার্সা দিয়েছে ১৮ মিনিট পর। কাতালানদের সমতায় ফেরার ফেররান তরেস। ৭৮ মিনিটে আরো বড় ধাক্কা খায় ফ্রাঙ্কফুর্ট।
বার্সেলোনা
জার্মান ক্লাবটি নেমে আসে দশজনের দলে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন সিলভা মেলো। কিন্তু ফ্রাঙ্কফুর্টকে একজন কমে পেয়েও ফায়দাটা নিতে পারেনি জাভির দল। দুই দলের ইতিহাস প্রথমবারের সাক্ষাৎ তাই অমীমাংসিত থেকে গেল। আগামী ১৪ এপ্রিল বার্সার মাঠ ন্যু ক্যাম্পে ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।
শেষ ষোলোর প্লে-অফ রাউন্ডের প্রথম লেগে নাপোলির বিপক্ষে ১-১ ড্র করেছিল বার্সেলোনা। প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তুর্কি ক্লাব গালাতাসারাই গোলশূন্য ব্যবধানে রুখে দেয় কাতালানদের। এবার নাপোলি-গালাতাসারাইয়ের পদাঙ্ক অনুকরণ করল ফ্রাঙ্কফুর্ট। তবে আগের দুই রাউন্ডের প্রথম লেগে ঘরের মাঠে ড্র করলেও এবার প্রতিপক্ষের মাঠে হোঁচট খেল বার্সা।