ইউরোপা লিগে শেষ আটের শুরুতে হোঁচট খেয়েছে বার্সেলোনা। ১-১ গোলে ড্র করেছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সাথে। সেমিফাইনালে উঠার মিশনের প্রথম পর্বে পয়েন্ট ভাগ করে প্রতিপক্ষের মাঠ ডয়েশ ব্যাংক স্টেডিয়ামের মান নিয়ে প্রশ্ন তুলেছে সফরকারী দল। পাশাপাশি ফিরতি লেগে প্রতিপক্ষকে হুমকি দিয়ে রাখলেন বার্সার হেড কোচ জাভি হার্নান্দেজ।
হোঁচট খেয়ে মাঠের মান নিয়ে প্রশ্ন, সাথে হুমকি
ম্যাচে দুটি গোলই হয়েছে বিরতির পর। আনসগার কানাউফ ফ্রাঙ্কফুর্টকে এগিয়ে নেওয়ার পর বার্সেলোনাকে ম্যাচে ফেরান ফেররান তরেস। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে কাতালানদের থেকে অনেক এগিয়ে ছিল স্বাগতিক দল।
ডয়েশ ব্যাংক স্টেডিয়ামের মাঠ নিয়ে সমালোচনা করতে গিয়ে সংবাদমাধ্যমকে বার্সেলোনার ফরোয়ার্ড তরেস বলেন, 'মাঠের অবস্থা ভালো ছিল না।' শিষ্যর সাথে সহমত প্রকাশ করে জাভি বলেন, 'মাঠের অবস্থা খুব একটা ভালো ছিল না। দ্বিতীয় পর্বে ক্যাম্প ন্যুকে প্রেসার কুকার হতেই হবে।'
মাঠের মান নিয়ে আঙুল তুলার পাশাপাশি নিজেদের খেলোয়াড়দের পারফরম্যান্সকেও কাটগড়ায় দাঁড় করিয়েছেন জাভি, 'আমাদের যে মান সে অনুযায়ী খেলতে পারিনি। আমরা স্বাভাবিকের চেয়ে অনেক কম সুযোগ তৈরি করেছি। তবে শেষ পর্যন্ত ড্র করতে পেরে আমি খুশি।'