রিয়াল মাদ্রিদ প্রধান কোচ কার্লো আনচেলত্তির পছন্দের একজন ছাত্র গ্যারেথ বেল। অনেক জটিলতার পর এই মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে ওয়েলস উইঙ্গারকে ফিরিয়ে এনেছেন ইতালিয়ান কোচ। কিন্তু দলে ফিরলেও রিয়ালের একাদশে নিয়মিত জায়গা হচ্ছে না তার। এর কারণ ইনজুরি ও ফর্মহীনতা।
ছবিতে হান্ড্রেড মিলিয়নম্যান
গত শনিবার শতভাগ ফিট ছিলেন ‘হান্ড্রেড মিলিয়নম্যান’। দ্বিতীয়ার্ধে তাকে মাঠেও নামান রিয়াল কোচ। কিন্তু তার ফেরাটা সুখের হয়নি। ১৬ মিনিট খেলে গোল পাননি বেল। সতীর্থদের দিয়েও করাতে পারেননি দারুণ কিছু। মাঠে বাজে পারফরম্যান্সের হতাশা তো আছেই, তার কাঁটা ঘায়ে নুনের ছিটা দিয়ে বসলেন রিয়াল মাদ্রিদের গুটি কয়েক সমর্থক।
ম্যাচ চলাকালীন বেলকে দুয়ো দিয়েছেন রিয়াল ভক্তরা। ওয়েলস সেনসেশনকে তাচ্ছিল্য করে শিসও বাজিয়েছেন সমর্থকরা। তাতে করে চটেছেন বেলের সতীর্থরা। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো তো ধুয়ে দিয়েছেন তাদের। বলেছেন, ‘যখন একজন খেলোয়াড়কে শিস দেওয়া হয়, এটা আমাদের প্রত্যেককেই দেওয়া হয়।’
ক্যাসেমিরো
ক্যাসেমিরো যোগ করেন, ‘এটা (শিস দেওয়া) আমার পছন্দ হয়নি। কারণ বেল (ক্লাবের) ইতিহাসের অংশ। যখন এমন একজনকে আপনি শিস দেবেন মানে, আপনি ক্লাবের ইতিহাসকেই শিস দিলেন। আশা করছি লোকজন (সমর্থকরা) আগামীকাল (মঙ্গলবার) আমাদের উজ্জীবিত করবেন। আপনাদের প্রয়োজন আছে আমাদের।’
আজ রাত একটায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে চেলসির মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটা তারা খেলবে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। প্রথম লেগে চেলসির মাঠে ৩-১ গোলে জিতে শেষ চারের পথ অনেকটাই মসৃণ করে ফেলেছে স্প্যানিশ জায়ান্টদের। ফিরতি লেগে তাই অলৌকিক কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন চেলসি কোচ টমাস টুখেল।
তবে প্রতিপক্ষ কোচের অমন কথায় ভড়কে যাচ্ছেন না ক্যাসেমিরো। ব্রাজিলিয়ান সেনসেশন বললেন, ‘আমরা কোনোকিছুতেই বিশ্বাস করি না। টুখেল কী বলেছেন সেটা ব্যাপার না। তারা বর্তমান চ্যাম্পিয়ন। এ সময়ে সমর্থকদের আমরা পাশে চাই।’