সময়টা ভালো যাচ্ছিল না ক্রিশ্চিয়ানো রোনালদোর। বাজে সময় কাটছিল তার দল ম্যানচেস্টার ইউনাইটেডেরও। নিজেদের হারিয়ে খুঁজছিল রেড ডেভিলসরা। অবশেষে চেনারূপে ফিরলেন রোনালদো; করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। জয়ে ফিরল পর্তুগিজ তারকার দলও। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমন অঞ্চলে থাকা নরউইচ সিটির বিপক্ষে রেড ডেভিলসরা জিতেছে ৩-২ গোলে।
ক্রিশ্চিয়ানো রোনালদো
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধেই দুই গোল করে ফেলেন রোনালদো। কিন্তু ৩২ মিনিটে দুই গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে সংশয়ে পড়ে গিয়েছিল ম্যানইউ। শেষ পর্যন্ত ত্রাতারূপে হাজির হলেন সেই পর্তুগিজ যুবরাজই। ৭৬ মিনিটে ৩৫ গজি এক ফ্রি-কিক থেকে দারুণ শটে পূরণ করলেন হ্যাটট্রিক; জবাব দিলেন সমালোচকদের। দুর্দান্ত জয় দিয়ে রেড ডেভিলসরাও উঠে এলো লিগ টেবিলের পাঁচে।
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এটা ম্যানইউর ১৫তম জয়। জয়ের নায়ক রোনালদো। ৭ মিনিটে দলকে লিড এনে দেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ যুবরাজ। বিরতির আগেই ম্যানইউকে একটি গোল ফিরিয়ে দেন অতিথি ফরওয়ার্ড কিয়েরান ডাওয়েল। দ্বিতীয়ার্ধের শুরুতে নরউইচকে সমতায় ফেরান টিমু পুক্তি। জমে ওঠে ম্যাচ। পয়েন্ট খোয়ানোর আশঙ্কায় পড়ে ম্যানইউ।
সেই আশঙ্কা উড়িয়ে দেন রোনালদো। এই জয়ে লিগ টেবিলের পাঁচে উঠে এলো ম্যানইউ। ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এলো তারা। তাদের জয়োল্লাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে অন্য রাউন্ডে লন্ডনের দুই ক্লাব আর্সেনাল ও টটেনহাম হেরে বসায়। ঘরের মাঠ হোয়াইট হার্ট লেনে ব্রাইটনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে টটেনহাম। সাউদ্যাম্পটনের মাঠে গিয়ে একই ব্যবধানে হেরেছে আর্সেনাল।
লিগে এনিয়ে টানা তিন ম্যাচে হারল আর্সেনাল। ম্যানইউর সমান ৫৪ পয়েন্ট থাকলেও গোলগড়ে পিছিয়ে টেবিলের ছয় নম্বরে নেমে গেছে তারা। আর্সেনাল অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে টটেনহাম। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে থাকল লিভারপুল।