মাঠের ভেতরের দুঃসময়টা ক্রিশ্চিয়ানো রোনালদো কাটিয়ে উঠেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিকে। সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। শোক নেমে এসেছে পর্তুগিজ যুবরাজের পরিবারে। সদ্য ভূমিষ্ঠ হওয়া তাঁর যমজ দুই সন্তানের মধ্যে ছেলে বাচ্চাটি মারা গেছে। আজ সোমবার ভক্তদের দুঃসংবাদটি দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
পুত্র হারানোর শোকে কাতর রোনালদো
সঙ্গীনি জর্জিনা রদ্রিগেজকে পাশে নিয়ে ভক্তদের দুঃখের খবরটি দিয়েছেন রোনালদো। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘এটা আমাদের খুব দুঃখের যে, আমাদের ছেলে সন্তান মারা গেছে। এটা তীব্র কষ্টের এবং একমাত্র পিতা-মাতারাই এই কষ্টটা বুঝতে পারবেন।’
পুত্রসন্তান হারানোর শোক কাটিয়ে উঠতে ভূমিষ্ঠ হওয়া মেয়ে সন্তানের দিকে তাকিয়ে আছেন রোনালদো। তিনি বলেছেন, ‘জন্ম নেওয়া কন্যা সন্তান আমাদের শক্তি দেবে। এই মুহূর্তে তাকে নিয়েই আমাদের সুখ এবং আশা। চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানাচ্ছি তাদের যত্ন এবং সহায়তার জন্য।’
পুত্র হারানোর শোকে কাতর রোনালদো
ভক্তদের সঙ্গে দুঃখের খবরটি ভাগাভাগি করার পাশাপাশি একটা অনুরোধও করেছেন রোনালদো। পর্তুগিজ যুবরাজ বলেছেন, ‘এই ক্ষতির পর আমরা সবাই বিধ্বস্ত। আশা করছি এবং সবাইকে অনুরোধ করছি কঠিন এই সময়ে গোপনীয়তা রক্ষা করবেন। আমাদের ছেলে, আমাদের কাছে দেবদূত। আমরা সবসময় তোমাকে ভালোবাসবো।’
আগেই রোনালদোর সন্তান চারজন ছিল। দুই ছেলে এবং দুই মেয়ে। ছেলেদের নাম ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং মাতেও। মেয়েদের নাম ইভা এবং অ্যালানা। তাদের আরও দুজন খেলার সাথী আসার অগ্রিম খবরটি রোনালদো দিয়েছিলেন গত বছরের অক্টোবরে। কিন্তু তারা পেলেন একজনকে। যমজ সন্তানের মধ্যে বেঁচে থাকলেন কেবল কন্যা শিশুটি।
রোনালদো এখন জীবিত পাঁচ সন্তানের জনক। এর মধ্যে বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের মায়ের পরিচায় এখনো প্রকাশ করেননি তিনি। বাকি চারজনের মা জর্জিনা।